Happy Father’s Day 2023: বিপদে লড়তে শিখিয়েছে বাবা-ই, ফাদার্স ডে-তে তাঁকে জানান আপনার উষ্ণ শুভেচ্ছা

ফাদার্স ডে-র দিন বাবাকে নিয়ে থাকে হাজার একটা পরিকল্পনা। বাবার হাত ধরেই পৃথিবী চিনতে শেখা। বাবাই শিখিয়েছে কীভাবে বাধা বিপত্তি এলে তার সঙ্গে লড়াই করতে হয়। তার সঙ্গে যুদ্ধ করে এগিয়ে যেতে হয়। ফাদার্স ডে-র দিন তাই বাবার জন্য নানারকম পরিকল্পনা করার দিন। এই দিন অনেকে বাবার জন্য নতুন নতুন উপহার কিনে আনেন। অনেকে আবার তার শখ পূরণ করার চেষ্টা করেন। তবে এসবের আগে দিনটির শুরু নিয়েই ভাবছেন তো? বাবাকে দিনটির শুরুতেই উষ্ণ শুভেচ্ছা জানান। আপনার কাছে তাঁর কতটা গুরুত্ব তা আপনার শুভেচ্ছাবার্তাতেই ফুটে উঠবে।

আরও পড়ুন: অমরনাথ যাত্রায় এই ৪০ খাবার খেলেই বড় জরিমানা, কেন নিষেধ করছে মন্দির কমিটি

আরও পড়ুন: রেস্তোরাঁয় শশা পরিবেশন করায় ৫০,০০০ টাকা জরিমানা, চিনের নীতিতে বাড়ছে ক্ষোভ

  • বাবাকে ছাড়া যেন কোনও দিনই সম্পূর্ণ হয় না। তোমার হাত ধরেই তো পথ চলতে শেখা। হ্যাপি ফাদার্স ডে বাবা। 
  • যখনই কোনও বিপদে পড়ি, তোমার কথা মনে পড়ে‌। তু্মিই বলেছ বাধাবিপত্তি এলেও লড়াই করে এগিয়ে যেতে হবে। হ্যাপি ফাদার্স ডে বাবা।
  • তোমাকে ছাড়া এখনও একটি দিন থাকতে পারি না।‌ নানা কথায় তুমি ফিরে ফিরে আসো‌। পাশে থেকো সবসময়, হ‌্যাপি ফাদার্স ডে বাবা। 
  • বাবা, তুমি চাইলেই সব দিতে না। আর না দিয়েই শিখিয়েছিলে কত অল্পেও বাঁচা যায়। যেন লোভ আমাকে পেয়ে না বসে। যেন তোমার মতো করেই থাকি আজীবন। হ্যাপি ফাদার্স ডে বাবা‌।
  • বাবা থাকা মানে ঘরের উপর ছাদটা থাকা। তাই বাবাকে নিয়ে আমার বেঁচে থাকা‌।‌ হ্যাপি ফাদার্স ডে। 
  • বাবার হাত ধরেই এই পৃথিবী চিনেছি ‌। চিনেছি চারপাশের সমাজ সভ্যতা কেমন। কীভাবে পথে চলতে হয়, সে শিক্ষাও তুমি দিয়েছ। হ্যাপি ফাদার্স ডে বাবা‌‌।
  • বাবা কতদিন, কতদিন দেখি না তোমায়। যেখানেই থাকো, ভালো থাকো বাবা।হ্যাপি ফাদার্স ডে।
  • তোমার প্রতিটা ঘাম ঝরিয়ে আমাদের বড় করেছ বাবা। তোমাকে খুব ভালোবাসি। হ্যাপি ফাদার্স ডে বাবা। 
  • তুমি না থাকলে এতটা বড় হতাম না বাবা‌। তুমি ছিলে বলেই কঠিন পথ হাঁটতে পারছি এতো সহজে। হ্যাপি ফাদার্স ডে। 
  •  জীবনে কীভাবে বাঁচতে হয়, কীভাবে চলতে হয় কঠিন পথ, সবই তো তোমার শেখানো। কীভাবে বিপদের মুখোমুখি দাঁড়াতে হয়, তোমার থেকেই শেখা। হ্যাপি ফাদার্স ডে বাবা।