IMF on Pakistan Budget: IMF-এর চোখে ‘ফেল’ পাকিস্তানের বাজেট, কঠোর সমালোচনা হজম করতে হল শেহবাজের সরকারকে

সম্প্রতি পাকিস্তানের বাজেট পেশ করেছেন সেদেশের অর্থমন্ত্রী ইশাক দার। বাজেট প্রস্তাব পেশ করে পাক অর্থমন্ত্রী বলেছিলেন, ‘এটা বাস্তবমুখী বাজেট’। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চোখে, পাকিস্তানের সাম্প্রতিক বাজেট ‘ফেল’ করেছে। পাক বাজেট প্রসঙ্গে আইএমএফ-এর বক্তব্য, ‘তারা সুয়োগ নষ্ট করেছে’। তবে আইএমএফ জানিয়েছে, সংসদে বাজেট প্রস্তাব পাশ করার আগে সরকারের সঙ্গে তা নিয়ে ‘কাজ করতে’ প্রস্তুত আইএমএফ। পাকিস্তানে নিযুক্ত আইএমএফ প্রতিনিধি এস্থার রুউজ বলেন, ‘তিনটি বিষয়ে আইএমএফ-কে সন্তুষ্ট করতে হবে পাকিস্তানকে।’ উল্লেখ্য, জুনের শেষে পাকিস্তানকে কিছু টাকা দেওয়ার কথা আইএমএফ-এর। ২০১৯ সালের ‘এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি’ অনুযায়ী আইএমএফ-এর থেকে ২.৫ বিলিয়ন ডলার পাওয়ার কথা পাকিস্তানের। সেই ২.৫ বিলিয়ন ডলারেরই কিছুটা পাওয়ার কথা ইসলামাবাদের। তবে সেই টাকা পাওয়া নির্ভর করবে আইএমএফ-কে ‘সন্তুষ্ট’ করার ওপর।

উল্লেখ্য, এবার ৫০.৫ বিলিয়ন ডলারের বাজেট প্রস্তাব পেশ করেন পাক অর্থমন্ত্রী ইশাক দার। এর মধ্যে আর্ধেক অর্থই ঋণ পরিশোধের জন্য রেখে দেওয়া হয়েছে। এদিকে এবারের বাজেটে বহু জনমুখী প্রকল্পের প্রস্তাব করেছে পাক সরকার। আগামী বছরের ভোটের দিকে তাকিয়ে অনেক উন্নয়নমূলক প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। এদিকে সরকারি কর্মীদের বেতন ৩৫ শতাংশ বাড়ানো হয়েছে। পেনশন বাড়ানো হয়েছে ১৭.৫ শতাংশ। এছাড়াও বাজেট খসড়ায় একটি নতুন ট্যাক্স অ্যামনেস্টি স্কিমও চালু করার কথা বলা হয়েছে। এছাড়া বেশ কিছু প্রত্যাশিত ক্ষেত্রে কর ধার্য না করার সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার। যা নিয়ে আইএমএফ-এর বক্তব্য, ‘সরকার ন্যায্য কর ব্যবস্থা বাস্তবায়নে ব্যর্থ’।

উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবর্ষে পাকিস্তানের জিডিপি বৃদ্ধির হার মাত্র ০.২৯ শতাংশ। বর্তমানে পাকিস্তানের মোট অর্থনীতির মূল্য ভারতীয় মুদ্রায় মাত্র ৮৪.৭ লাখ কোটি টাকা। এদিকে ভারতের মোট জিডিপি ২৭২.৪১ লাখ কোটি বা ৩.৩ ট্রিলিয়ন ডলার। পাকিস্তানের অর্থনীতি ভারতের প্রায় তিনগুণ ছোট। গত ২০২১-২২ অর্থবর্ষে পাকিস্তানের মাথাপিছু আয় ছিল বছরে ১৬১৩.৮ ডলার। ভারতীয় মুদ্রায় যা ১ লাখ ৩৩ হাজার ৭১.৫৩ টাকা। এদিকে ২০২২-২৩ অর্থবর্ষে তা ১১ শতাংশ কমে গিয়েছে। এই আবহে গতবছর পাকিস্তানের মাথাপিছু আয় গিয়ে ঠেকে ১৩৯৯.১ ডলারে। পাক অর্থমন্ত্রী ইশাক দার জানান ২০২২-২৩ অর্থবর্ষে পাকিস্তানের মাথাপিছু আয় ১৩৯৯.১ ডলার। যা ভারতীয় মুদ্রায় ১ লাখ ১৫ হাজার ৩৪৮.১০ টাকা। এদিকে ২০২২-২৩ অর্থবর্ষে ভারতের মাথাপিছু আয় ছিল প্রায় ১ লাখ ৭২ হাজার টাকা। এদিকে গত একবছরে সর্বকালীন রেকর্ড ভেঙে পাকিস্তানের মুদ্রাস্ফীতি বেড়েছে ৩৭.৯৭ শতাংশ। এই আবহে মানুষের অসন্তোষ ধামাচাপা দিতে বাজেটে বহু প্রস্তাব করেছে শেহবাজের সরকার। যদিও সেই সব প্রস্তাবে অসন্তুষ্ট আইএমএফ।