New Airline for North-East: বিমানে উত্তরপূর্বে যেতে চান? খুলে যাচ্ছে নয়া দিগন্ত

নির্দিষ্ট ভাবে উত্তরপূর্বের জন্য চালু হতে চলেছে নতুন একটি নয়া বিমান সংস্থা। সম্প্রতি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ পেয়েছে জেটউইংস নামক সংস্থাটি। গুয়াহাটি ভিত্তিক সংস্থাটি এর আগে ‘এয়ার অপারেটর সার্টিফিকেট’ও পেয়েছিল ডিজিসিএ-র থেকে। জানা গিয়েছে, চলতি বছরের শেষের দিকেই যারী পরিষেবা চালু করে দিতে পারে সংস্থাটি। জেটউইংসের সহপ্রতিষ্ঠাতা তথা সিইও সঞ্জয় আদিত্য সিং জানিয়েছেন, নভেম্বর থেকেই যাত্রী পরিষেবা চালু করে দিতে চায় সংস্থা। এই রুটে এই প্রথম তিনটি আলাদা ‘ক্লাসে’ যাত্রীদের বিমান পরিষেবা দেওয়া হবে। ইকোনমি এবং বিজনেস ক্লাসের পাশাপাশি ‘প্রিমিয়াম ইকোনমি’ ক্লাসেও যাত্রী পরিষেবা দেবে জেটউইংস।

নো অবজেকশন সার্টিফিকেট হাতে পেয়ে জেটউইংস একটি বিবৃতি প্রকাশ করে বলে, ‘প্রাথমিক ভাবে উত্তরপূর্ব এবং পূর্ব ভারতের সঙ্গে বিভিন্ন জায়গার যোগ স্থাপন করব আমরা। উড়ান স্কিমের মাধ্যমে যাত্রী পরিষেবা দেব আমরা। আমাদের এই সংস্থার মূল মন্ত্র আঞ্চলিক যোগাযোগ আরও উন্নত করা এবং যাত্রীদের আরও বেশি আরাম এবং সুবিধা প্রদান করা।’ জানা গিয়েছে, প্রাথমিক ভাবে পাঁচটি এমব্রেয়ার ই১৭৫ বিমান দিয়ে যাত্রী পরিষেবা চালু করবে সংস্থাটি। জেটউইংস ইতিমধ্যেই ১০০ কোটি টাকার ফান্ডিং জোগাড় করেছে। ধীরে ধীরে সংস্থাটি নিজেদের প্রসার ঘটাবে। আপাতত উত্তরপূর্বের ওপরই ফোকাস করবে জেটউইংস।

প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর সংস্থার প্রধান সঞ্জয় সিং বলেন, ‘প্রাথমিক এনওসি প্রদান করার জন্য অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কাছে আমরা কৃতজ্ঞ। যাত্রী পরিষেবা দেওয়ার জন্য সূচী প্রস্তুত করার ক্ষেত্রে এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আমরা ডিজিসিএ-র সঙ্গে মিলে কাজ করব। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা নির্ভরযোগ্য এবং স্থিতিশীল এয়ারলাইন হয়ে উঠতে পারব। এর জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের শিকড় উত্তরপূর্ব ভারত। এই অঞ্চলের গুরুত্বপূর্ণ গন্তব্যগুলিকে সংযুক্ত করব আমরা। উত্তরপূর্বে জন্ম নেওয়া একটি এয়ারলাইনের প্রয়োজনীয়তা ছিল ভারতে। জেটউইংস এয়ারওয়েজ কয়েক মাসের মধ্যেই নিজেদের লক্ষ্য অর্জনের চেষ্টা করবে।’

এদিকে অক্টোবরেই প্রথম দু’টি বিমান হাতে পাবে সংস্থাটি। প্রথম পর্যায়ে পূর্ব ভারতের সঙ্গে উত্তরপূর্বের গুরুত্বপূর্ণ গন্তব্যগুলিকে যুক্ত করবে জেটউইংস। জানা গিয়েছে, দ্বিতীয় পর্যায়ে সংস্থাটি বারাণসী, গয়ার মতো শহরের সঙ্গে উত্তরপূর্বকে যুক্ত করবে। আগামী বছরের জুলাইয়ের মধ্যেই বারাণসী, গয়া থেকে উত্তরপূর্বে বিমান পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে সংস্থার। কম খরচে উচ্চ মানের যাত্রী পরিষেবা দেওয়াই লক্ষ্য জেটউইংসের। উত্তরপূর্বের চাহিদা অনুযায়ী নিজেদের ব্যবসার প্রসার ঘটাতে চায় জেটউইংস।