P Sen Trophy: CAB Local Cricket Tournament To Start From Sunday, Mohun Bagan, Bhawanipur To Play On First Day, Know Complete Schedule

কলকাতা: রবিবার, ১৮ জুন থেকে শুরু হচ্ছে পি সেন ট্রফি (P Sen Trophy)। দীর্ঘ ৬ বছর পর ফেরানো হচ্ছে আমন্ত্রণমূলক এই টুর্নামেন্ট। একটা সময় সচিন তেন্ডুলকর থেকে শুরু করে মহেন্দ্র সিংহ ধোনি, কপিল দেব থেকে শুরু করে বিরাট কোহলি, ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিরা খেলে গিয়েছেন এই টুর্নামেন্টে।

প্রথম দিনই মাঠে নামছে ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান ক্লাব। ইডেন গার্ডেন্সে সবুজ-মেরুন শিবিরের সামনে এরিয়ান ক্লাব। দিনের দ্বিতীয় ম্যাচে সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে নামছে সদ্য জে সি মুখোপাধ্যায় টি-টোয়েন্টি ট্রফি জয়ী ভবানীপুর ক্লাব। তাদের প্রতিপক্ষ খিদিরপুর ক্লাব।

মোট দশটি দল খেলবে এবারের টুর্নামেন্টে। প্রথম দিনের দুটি ম্যাচ যোগ্যতা অর্জনকারী পর্ব। মোহনবাগান-এরিয়ান ক্লাবের ম্যাচে বিজয়ী দল ২০ জুন সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে কোয়ার্টার ফাইনালে খেলবে বড়িশা স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। ভবানীপুর ও খিদিরপুর ম্যাচের বিজয়ী দল ২০ জুন ইডেনে কোয়ার্টার ফাইনাল খেলবে টাউন ক্লাবের বিরুদ্ধে।

বাকি দুটি কোয়ার্টার ফাইনাল হবে ১৯ জুন। সেদিন ইডেনে মুখোমুখি ইস্টার্ন রেলওয়ে ও সিএবি প্রেসিডেন্ট একাদশ। সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে মুখোমুখি তপন মেমোরিয়াল ক্লাব ও সিএবি জেলা একাদশ।

দুটি সেমিফাইনাল ২২ জুন। ফাইনাল ম্যাচ হবে ২৪ জুন। ইডেনে ফাইনালটি হবে নৈশালোকে। বাকি সব ম্যাচ সকাল ৯টায় শুরু।

একটা সময় এই পি সেন ট্রফি খেলেছিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর ও বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির মত তারকা ক্রিকেটাররা। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায় বলছেন, ”এই টুর্নামেন্টের একটা ইতিহাস রয়েছে। একটা ঐতিহ্য রয়েছে। অতীতে অনেক বিখ্যাত ভারতীয় ক্রিকেটাররা এই টুর্নামেন্ট খেলে গিয়েছিলেন। তাই এই টুর্নামেন্ট শুরু করাটা ভীষণ দরকার ছিল। ইডেনে দিন রাতের ফাইনাল অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, বাংলার প্রাক্তন ক্রিকেটার প্রয়াত প্রবীর সেনের স্মৃতিতে এই টুর্নামেন্ট আয়োজিত হয়। 

এবারও বেশ কিছু আইপিএল খেলা তারকাকে দেখা যাবে বিভিন্ন দলে। পাঞ্জাব কিংসের ঋষি ধবন ও জিতেশ শর্মা খেলবেন ভবানীপুর ক্লাবের হয়ে। সৌরাষ্ট্রের চিরাগ জানিরও ভবানীপুরের হয়ে মাঠে নামার কথা। তারা চেষ্টা করেছিল কেকেআর অধিনায়ক নীতীশ রানাকে মাঠে নামানোর। যদিও শেষমেশ সেটা সম্ভব হচ্ছে না।

বাংলার অভিষেক পোড়েলের সঙ্গে দিল্লি ক্যাপিটালসের সতীর্থ ললিত যাদব মাঠে নামবেন মোহনবাগানের জার্সিতে। একটা সময় মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে থাকা দীপক পুনিয়াকেও মাঠে নামাতে চলেছে সবুজ-মেরুন শিবির। মোহনবাগান রিঙ্কু সিংহকে খেলানোর চেষ্টা চালিয়েছিল। তবে রাজি হননি রিঙ্কু। খিদিরপুর ক্লাবের হয়ে খেলতে দেখা যাবে সৌরভ তিওয়ারিকে। কেকেআরের অনুকূল রায়েরও খেলার কথা খিদিরপুরের হয়ে। তবে শেষ পর্যন্ত তিনি আসবেন কি না নিশ্চিত নয়।

আরও পড়ুন: ABP Exclusive: রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব, বান্ধবীকে বিয়ের ছাড়পত্রের অপেক্ষায় দেশের দ্রুততম মহিলা