এবার ইনারওয়্যার সংস্থার অ্যাডেও ‘দেখতে চাই’, বিচারপতি গাঙ্গুলিকে কটাক্ষ দেবাংশুর

সোশ্যাল মিডিয়ায় হামেশাই বিভিন্ন ছবি ভাইরাল হল। রবিবারও দুটি ছবি ভাইরাল হয়ে গেল। একটি ফ্যাশন সংস্থার তরফে দাবি করা হল, ওই সংস্থার কুর্তা পরেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই ছবিও (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। ওই দুটি ছবি শেয়ার করে আবার বিচারপতি গঙ্গোপাধ্যায়কে খোঁচা দিতে ছাড়লেন না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তথ্যপ্রযুক্তি (আইটি) সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। 

রবিবার বেলার দিকে ফ্যাশন সংস্থার ফেসবুক পেজে ওই দুটি ছবি পোস্ট করা হয়। ওই পোস্টে অনেকে বিভিন্ন রকমের কমেন্টও করেন। বিকেলের দিকে নিজের ফেসবুক পেজে সেই পোস্ট শেয়ার করেন দেবাংশু। সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে খোঁচা দিয়ে তৃণমূল নেতা লেখেন, তাঁকে একটি ইনারওয়্যার সংস্থার (যে সংস্থার নাম করেছেন দেবাংশু, সেই সংস্থার ওয়েবসাইট অনুযায়ী, দীর্ঘদিন ধরে ইনারওয়্যার সেগমেন্টে তারা এগিয়ে আছে) বিজ্ঞাপনেও দেখতে চান।

দেবাংশুর সেই পোস্টে নেটিজেনদের একাংশ তৃণমূল নেতার সুরেই মন্তব্য করতে থাকেন। কেউ কেউ আবার দেবাংশুকে আক্রমণও শানান। সেই আক্রমণের পালটা দেন তৃণমূল নেতা। সবমিলিয়ে পুরো বিষয়টি নিয়ে কিছুটা হইচই শুরু হয়। অন্যান্য নেটিজেনরাও বিভিন্ন রকম মন্তব্য করতে থাকেন।

আরও পড়ুন: Justice Abhijit Ganguly: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে করা হয় মামলা, SC থেকে তা প্রত্যাহার রাজ্যের

তারইমধ্যে ওই সংস্থার তরফে ফেসবুকে দাবি করা হয়, অন্যান্য ক্রেতাদের মতো বিচারপতি গঙ্গোপাধ্যায়ও ওই সংস্থার কুর্তা কিনেছিলেন এবং সেই কুর্তা পরা ছবি পাঠিয়েছেন। তাঁর অনুমতি নিয়েই সেই ছবি সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করা হয়েছে। সংস্থার হয়ে কোনওরকম প্রচার বা বিজ্ঞাপন করেননি বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি ওই সংস্থার ব্র্যান্ড অ্য়াম্বাসাডরও নন বলে দাবি করা হয়েছে। ওই সংস্থার আরও দাবি, অন্যান্য গ্রাহকরা যেমন ধন্যবাদ জানান, সেরকমই করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন: Abhijit Ganguly: ভদ্র না অভদ্র কে গ্রেফতার হয়েছে তাতে আদালতের মাথাব্যথা নেই: অভিজিৎ গঙ্গোপাধ্যায়

উল্লেখ্য, এই প্রথমবার বিচারপতি গঙ্গোপাধ্যায়কে খোঁচা দিলেন না দেবাংশু। বিচারাধীন বিষয় নিয়ে টিভিতে সাক্ষাৎকার দেওয়ায় যখন বিচারপতি গঙ্গোপাধ্যায়কে একটি মামলা থেকে সরানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেইসময় কটাক্ষ করেছিলেন তৃণমূল নেতা। নাম না করে সেইসময় তিনি বলেছিলেন, ‘সত্যি সত্যিই ঢাকিসমেত বিসর্জন হয়ে গেল! লক্ষণ গণ্ডির বাইরে দাঁড়ানো ভেকধারী রাবণকে সীতাও সাধু ভেবেছিল। সীতার ভুল ভেঙেছিল অপহৃত হওয়ার পর.. একই নিয়মে বাকিদেরও ভাঙবে। লাল সেলাম। ভালো থাকবেন কমরেড।’