Brij Bhushan Sharan Singh: ব্রিজভূষণের সঙ্গে সেলফি তোলার হিড়িক, দুই গোষ্ঠীর মধ্যে ধুন্ধুমার, দেখুন ভিডিয়ো

বিজেপি সাংসদ তথা কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের সঙ্গে সেলফি তোলাকে ঘিরে বিজেপির সভায় ধুন্ধুমার কাণ্ড। মোদী সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে শনিবার গোন্দায় একটি সভার আয়োজন করা হয়েছিল। উত্তরপ্রদেশের গোন্দা জেলার কায়সরগঞ্জের সাংসদ এই ব্রিজভূষণ। সেই গোন্দার দুই নেতার অনুগামীদের মধ্যেই হাতাহাতি হয় বিজেপি সাংসদের সভায়। জানা গিয়েছে, গোন্দার বরবতপুর গ্রামে এই সভার আয়োজন করেছিল বিজেপির সংখ্যালঘু মোর্চা। সেখানেই ইব্রাহিমপুর গ্রামের প্রধান ফারুক খান এবং সেই গ্রামেরই প্রাক্তন প্রধান আফতাব আলির সমর্থকদের মধ্যে ঝামেলা হয়। সেই ঘটনা ক্যামেরাবন্দিও হয়।

প্রাথমিক ভাবে দুই গোষ্ঠীর বচসা শুরু হয়েছিল। তা পরবর্তীতে হাতাহাতিতে পরিণত হয়। ক্রমেই সভাস্থলেই হিংসা ছড়িয়ে পড়ে। পাথর ছোড়াছুড়ি হয়। সঙ্গে সভাস্থলের চেয়ারও একে অপরের দিকে ছুড়ে মারে দুই নেতার সমর্থকরা। পাশাপাশি একে অপরের উদ্দেশে অকথ্য ভাষা প্রয়োগ করতে থাকে তারা। এদিকে পরিস্থিতি খারাপ হওয়ার আগেই ব্রিজভূষণ সিং সভাস্থল ছেড়ে চলে যান। তবে জানা গিয়েছে, পাথর ছোড়ার ঘটনায় তাঁর কনভয়ের কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এদিকে এই ঘটনায় পুলিশ মামলা রুজু করেছে। লাইভহিন্দুস্তানের রিপোর্ট অনুযায়ী, পুলিশ এই হিংসার ঘটনায় মোট ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তাছাড়াও মামলায় অজ্ঞাত পরিচয় বহু ব্যক্তির উল্লেখ রয়েছে।

প্রসঙ্গত, কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় এমনিতেই বেশ কয়েকদিন ধরে চর্চায় রয়েছেন ব্রিজভূষণ। সম্প্রতি তাঁর বিরুদ্ধে ১৫০০ পাতার চার্জশিট পেশ করেছে দিল্লি পুলিশ। ব্রিজভূষণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৫৪ডি, ৩৪৫এ ধারায় অভিযোগ দায়ের করেছে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, ব্রিজভূষণের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে প্রায় ১৮০ জনকে জেরা করে পুলিশ। এদিকে ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো ধারায় করা অভিযোগটি খারিজ করা হয়। এর আগে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে তদন্তে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় গিয়ে জিজ্ঞাসাবাদ চালায় দিল্লি পুলিশ। জানা গিয়েছে, গোন্দা, লখনউ এবং অযোধ্যায় গিয়ে একাধিক মানুষকে জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশ। তাদের বয়ানও রেকর্ড করা হয়েছে। পুলিশের তরফে জানা গিয়েছে, কুস্তি ফেডারেশনে ব্রিজভূষণের অধীনে কর্মরত কর্মী এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশ কথা বলছে। গোন্দায় ব্রিজভূষণের বাড়িতেও গিয়েছে পুলিশ। সেখানে ব্রিজভূষণের আত্মীয়, কর্মী, নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। এদিকে লখনউ এবং অযোধ্যা গিয়েও ব্রিজভূষণের বর্তমান এবং প্রাক্তন সহযোগীদের সঙ্গে কথা বলে পুলিশ। তাছাড়া কুস্তি ফেডারেশনের বর্তমান ও প্রাক্তন বেশ কিছু কর্মীদের সঙ্গেও যোগাযোগ করে তাদের বয়ান রেকর্ড করেন তদন্তকারীরা। তবে এসবের মাঝেই নিজের রাজনৈতিক কর্মসূচি জারি রেখেছেন ব্রিজভূষণ। এমনকী কয়েকদিন আগে এক সভা থেকে ২০২৪ সালের নির্বাচনে লড়াই করার ঘোষণাও করেছিলেন তিনি।