Happy Father’s Day 2023: মাথা উঁচু করে হাঁটতে শিখিয়েছে বাবা, ফাদার্স ডে-তে তাঁকে পাঠান উষ্ণ শুভেচ্ছা

ফাদার্স ডে বা আন্তর্জাতিক পিতৃ দিবস পালন করা হয় প্রতি বছর ১৮ জুন। বাবাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিনটি সারা বিশ্বেই পালিত হয়। শুধু তাই নয়, এই দিন বাবার জন্য উপহার কেনেন অনেকে। কেউ কেউ তার পছন্দের খাবারটিই রান্না করে দেন বা আনিয়ে নেন বাইরে থেকে। আবার অনেকে বাবার প্রিয় শখটি পূরণের চেষ্টাও করে থাকেন। তবে এসবের পাশাপাশি দিনের প্রথমেই যেটা না করলে নয়, তা হল বাবাকে দিনটির শুভেচ্ছা জানানো।  সকাল হতে না হতেই তাই বাবাকে জানিয়ে ফেলুন ফাদার্স ডে-র শুভেচ্ছা। বেছে নিন সেরা শুভেচ্ছাবার্তাটি। 

আরও পড়ুন: অমরনাথ যাত্রায় এই ৪০ খাবার খেলেই বড় জরিমানা, কেন নিষেধ করছে মন্দির কমিটি

আরও পড়ুন: রেস্তোরাঁয় শশা পরিবেশন করায় ৫০,০০০ টাকা জরিমানা, চিনের নীতিতে বাড়ছে ক্ষোভ

  • ছোট থেকে দেখছি, অনেক কষ্ট করে তুমি বড় করেছ আমাকে। তোমায় খুব ভালোবাসি বাবা। হ্যাপি ফাদার্স ডে। 
  • রোজ ঘাম ঝরিয়ে আমাদের তিল তিল‌ করে বড় করেছ বাবা। তোমার জন্যই আজ আমরা এখানে হ্যাপি ফাদার্স ডে। 
  • বাবা না থাকলে পৃথিবীটা যেন ফাঁকা ফাঁকা লাগে। তোমাকে আজকের দিনে খুব মনে পড়ছে। হ্যাপি ফাদার্স ডে।
  • তুমি না থাকলে আমরা নিজের পায়ে দাঁড়াতে পারতাম না। আমাদের সব বাধা পেরিয়ে যেতে সাহায্য করেছ তুমি। হ্যাপি ফাদার্স ডে। 
  • মাথা নোয়াতে শেখাওনি তুমি। কখনও দুর্বল হতেও শেখাওনি। তোমার জন্যই আজ মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। হ্যাপি ফাদার্স ডে বাবা। 
  • সূর্যের আলো না থাকলে যেমন পৃথিবী আলোকিত হয় না।‌ তেমনই বাবা না থাকলে আমি অন্ধকার দেখি।‌হ্যাপি ফাদার্স ডে বাবা। 
  • বাবারাই পৃথিবীর প্রথম পুরুষ যে এতো ভালো রাখে। তোমাকে দেখেই রোজ শিখি বাবা। হ্যাপি ফাদার্স ডে। 
  • বাবাকে ছাড়া মনে হয় যেন মাথার উপর ছাদটাই নেই। হাজার ঝড় জলেও তুমি পাশে থেকো। হ্যাপি ফাদার্স ডে বাবা। 
  • তুমি ছিলে বলেই পৃথিবীটাকে নতুন করে চেনা। তুমি আছ বলেই পৃথিবীটা এখনও সুন্দর রয়েছে। হ্যাপি ফাদার্স ডে বাবা। 
  • হাজার বিপদ বাধা এলেও বাবা তোমায় আগলে রাখব। ঠিক যেমন তুমি আমাদের রাখতে ছোটবেলায়।‌ হ্যাপি ফাদার্স ডে বাবা।