Indian Juniors Can Do Better Claims Former AFC U-17 Asian Cup Winning Captain Shabbir Ali

নয়াদিল্লি: অনূর্ধ্ব ১৭ এএফসি এশিয়ান কাপের (U17 AFC Asian Cup) গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভিয়েতনামের বিরুদ্ধে ড্র করল ভারতের ছোটরা। পিছিয়ে পড়েও গোল শোধ করে এক পয়েন্ট ঘরে তুলল ব্লু টাইগার্সরা। ভারতের জুনিয়ররা পিছিয়ে পড়ে এক পয়েন্ট ছিনিয়ে নিতে সক্ষম হলেও, খানিকটা হতাশ ১৯৭৪ সালের এএফসি ইয়ুথ চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের অধিনায়ক শাব্বির আলি।

৪৯ বছর আগে ব্যাঙ্কক থেকে এক স্মরণীয় টুর্নামেন্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন শাব্বির। ইরানের বিরুদ্ধে ফাইনালে ২-২ ড্রয়ের পর যুগ্মভাবে খেতাব জিতেছিলেন শাব্বিররা। তাঁর প্রায় পাঁচ দশক পর দর্শক হিসাবে টেলিভিশনের পর্দায় চোখ রেখেছিলেন শাব্বির। ফেডারেশনের উপদেষ্টা কমিটির অংশ শাব্বিরের মতে নিজেদের প্রথম ম্যাচে ভিয়েতনামের বিরুদ্ধে ভারতীয় দলের ছোটরা গোলের প্রচুর সুযোগ তৈরি করছিলেন এবং সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচ জেতাটা উচিত ছিল তরুণদের। 

শাব্বির বলেন, ‘শেষমেশ ১-১ ড্র করাটা খানিকটা হতাশাজনকই ছিল। আমরা কিন্তু ম্যাচ জিততে পারতাম। আমরা দারুণ বিল্ড-আপ করেছিলাম, ছেলেরা পায়ে বল পেলেই প্রচুর সুযোগ তৈরি করছিল। ভারতীয় দল যে গ্রুপে রয়েছে, সেখানে কিন্তু বেশ কঠিন লড়াই হবে। ভিয়েতনাম খুব শক্তিশালী, উজবেকিস্তান, জাপানের দলও দারুণ। তবে এই ম্যাচে আমাকে যে বিষয়টা সবথেকে বেশি প্রভাবিত করেছে, সেটা হল চাপের মুখে পড়েও কিন্তু ভারতীয় দল নিজেদের খেলার ধরন বদলায়নি। বল দখলে রেখে ভাল পাসিং ফুটবল খেলতে সক্ষম হয়েছে ওরা। অহেতুক তাড়াহুড়ো করেনি কেউই। এটা আমার বেশ পছন্দ হয়েছে।’

টুর্নামেন্টের আগে ভারতীয় অনূর্ধ্ব ১৭ দলের প্রস্তুতির জন্য ফেডারেশন যে উদ্যোগ নিয়েছে, তাতেও বেশ প্রভাবিত শাব্বির। নিজেদের সময়ের প্রস্তুতির সঙ্গে বর্তমান সময়ের তুলনা টেনে তিনি বলেন, ‘আমরা যে বছর চ্যাম্পিয়ন হয়েছিলাম, সেই বছর টুর্নামেন্ট শুরুর আগে বা পরে, আমরা কোনওরকম বাহবাই পায়নি। আমার মনে আছে কলকাতার একটি ক্লাব দলের সকল ফুটবলারকে একটি করে স্যুটকেস দিয়েছিল। ওইটুকুই ব্যাস। তবে এই দলের ক্ষেত্রে তেমনটা হয়নি। ফেডারেশন দলের প্রস্তুতির জন্য যথেষ্ট উদ্যোগ নিয়েছিল এবং তার ফলাফলও হাতেনাতে টের পাচ্ছে। দলটা ভাল। তাই প্রথম ম্যাচ ড্র হলেও, সেই নিয়ে কিন্তু হতাশ হওয়ার কিন্তু খুব বেশি কারণ নেই।’ 

প্রাক্তন ভারতীয় অধিনায়ক ক্লাইম্যাক্স লরেন্সও ভারতের ফলাফলে হতাশ। তিনি বলেন, ‘ম্যাচ ড্র করাটা বিষয় নয়। আমি মানছি তিন পয়েন্ট পেলে ভাল হত, তবে দলের পুরো পয়েন্ট পাওয়ার সুযোগ ছিল। ওরা শুরুটা ভাল করেছিল এবং ম্য়াচের প্রথমার্ধের আধ ঘণ্টায় বেশি ভাল সুযোগ তৈরি করেছিল। তবে গোটা ম্যাচের কথা বলতে গেলে ভারতীয় দল কিন্তু ভালই খেলেছে এবং পরিকল্পনামাফিক খেলেছে। আমার মনে হয় উজবেকিস্তান, জাপানের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ওরা আরও ভাল খেলবে।’

আরও পড়ুন: কোঁকড়ানো চুল ধুয়ে পরিষ্কার করার ক্ষেত্রে কী কী নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হবে?