Indonesia Open: Chirag Shetty, Satwiksairaj Rankireddy Shares View After Historic Win

জাকার্তা: রবিবার, ১৮ জুন ইন্দোনেশিয়ায় ভারতীয় তারকা শাটলার জুটি চিরাগ শেট্টি (Chirag Shetty) ও সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ইতিহাস রচনা করেন। মালয়েশিয়ার অ্যারন চিয়া, উই ইয়ক শো জুটিকে স্ট্রেট গেমে পরাজিত করেন ভারতীয় তারকা জুটি। ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে (Indonesia Open 2023) বিশ্বের ছয় নম্বর শাটলার জুটি সাত্ত্বিক-চিরাগ বিশ্বচ্যাম্পিয়নদের ২১-১৭, ২১-১৮ স্কোরলাইনে হারান। 

প্রথম ভারতীয় জুটি হিসাবে সুপার ১০০০ জিতে ইতিহাস গড়লেন সাত্ত্বিক ও চিরাগ। এশিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পর থেকেই ভারতীয় জুটি ভাল ফর্মে রয়েছেন। তাই তাঁদের নিয়ে ভারতীয় সমর্থকরা আশায় বুক বাধছিলেনই। তাঁদের আশাহত করলেন না সাত্ত্বিক-চিরাগ। বিশ্বচ্যাম্পিয়ন চিয়াদের বিরুদ্ধে এর আগে আট সাক্ষাৎকারের আটটিতেই পরাজিত হয়েছিল ভারতীয় শাটলার জুটি। কিন্তু অবশেষে নবম ম্যাচে মিলল সাফল্য। নিজেদের পরিকল্পনামাফিক খেলেই কাঙ্খিত জয় এসেছে বলে মনে করছেন চিরাগ।

তিনি বলেন, ‘ওদের বিরুদ্ধে অতীতের আট ম্যাচে আমরা নিজেদের খানিকটা আটকে রাখতাম। তবে আজ আমরা পরিকল্পনামাফিক খেলেছি। ওরাও তো মানুষ, খেলোয়াড়, তাই আমাদের মনে হয়েছিল দিনের শেষে ভুল ওরাও করবে। আমরা শেষ পর্যন্ত নিজেদের পরিকল্পনা মেনে খেলে ওদের আর ম্যাচে ফেরার সুযোই দিইনি। দ্বিতীয় রাউন্ডেও ওরা যখন পরপর দুই পয়েন্ট নিয়ে চাপ তৈরির করার চেষ্টা করছিল, তখনও আমরা কিন্তু পিছিয়ে আসিনি। রক্ষণাত্মক খেলে ম্যাচের গতি মন্থর করলেই ওরা সেই সুযোগটাকে কাজে লাগাত। আমাদের এই জয়টা ভীষণ প্রয়োজন ছিল। আমি খুবই খুশি।’

চিরাগের পার্টনার সাত্ত্বিক কিন্তু আবার এই জয় নিয়ে বেশ আবেগতাড়িত হয়ে উচ্ছ্বাসে ভাসতে নারাজ। তিনি বলেন, ‘আমার মধ্যে জেতার খিদেটা বেড়েছে। তাই বিগত কয়েক টুর্নামেন্ট ধরে আমি উত্তেজনায় গা ভাসাচ্ছি না। আমরা এই টুর্নামেন্ট জিতে নিয়েছি। পরের সপ্তাহে আমাদের আরেকটা টুর্নামেন্ট আছে। আমাদে মানসিকভাবে ফ্রেশ হয়ে আবার কোর্টে নামতে হবে। তবে হ্যাঁ, আমরা যেভাবে খেলেছি, তাতে আমি খুশি। নতুন দিন, নতুন প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে খেলছিলাম বলে মনে হচ্ছিল। হেড-টু-হেডে ৮-০ পিছিয়ে থাকলেও, সেইসব নিয়ে একটুকুও ভাবিনি। মনকে বোঝাই এটা তো একটা ফাইনাল, তাই দুই দলই চাপে থাকবে। যে ভাল খেলবে সে জিতবে। প্রথম গেমে স্ট্রাইক পাওয়ার পর আমরা নিয়ন্ত্রণেই ছিলাম। নিজেকে বোঝাচ্ছিলাম আজ আমাদেরই দিন। ঘাবড়ে যাওয়ার প্রয়োজন নেই।’

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: কোঁকড়ানো চুল ধুয়ে পরিষ্কার করার ক্ষেত্রে কী কী নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হবে?