Mutual Fund Best Return: ১ বছরে ৪৫% পর্যন্ত রিটার্ন! এই ১০ মিড-ক্যাপ মিউচুয়াল ফান্ডে হয়েছে লক্ষ্মীলাভ

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তো? তাহলে কোন মিউচুয়াল ফান্ডে কত রিটার্ন মিলছে, সেদিকেও তীক্ষ্ণ নজর থাকে। এই প্রতিবেদনে সেরকমই কয়েকটি মিড-ক্যাপ মিউচুয়াল ফান্ড স্কিমের সন্ধান দেওয়া হল, এক বছরে ৪৫ শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে। এমনিতে বিনিয়োগকারীদের বক্তব্য, মিউচুয়াল ফান্ডের মূলত তিনটি ভাগ (লার্জ-ক্যাপ মিউচুয়াল, মিড-ক্যাপ মিউচুয়াল ফান্ড এবং স্মল-ক্যাপ মিউচুয়াল ফান্ডে) থাকলেও মিড-ক্যাপ মিউচুয়াল ফান্ডে বেশ লাভজনক বলে বিবেচনা করা হয়। তবে তাতে ঝুঁকির সম্ভাবনাও থাকে।

কোন কোন মিড-ক্যাপ মিউচুয়াল ফান্ডে দারুণ রিটার্ন মিলেছে?

গত তিন বছরে কোন কোন মিড-ক্যাপ মিউচুয়াল ফান্ড স্কিম দারুণ রিটার্ন দিয়েছে, ‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের ‘লাইভ মিন্ট’-কে জানিয়েছেন শেয়ার ইন্ডিয়ার ভাইস-প্রেসিডেন্ট এবং রিসার্চের প্রধান রবি সিং। আপনিও দেখে নিন সেই তালিকা –

১) Quant Mid Cap Fund (কোয়ান্ট মিড-ক্যাপ ফান্ড): তিন বছরে ৩৭.২ শতাংশ রিটার্ন পাওয়া গিয়েছে। 

২) PGIM India Mid Cap Opportunities Fund (পিজিআইএম ইন্ডিয়া মিড-ক্যাপ অপর্চুনিটিস): তিন বছরে মিলেছে ৩৪.৩ শতাংশ রিটার্ন। 

আরও পড়ুন: AC bill saving tips: ১৮-তে AC না চালিয়ে এই তাপমাত্রা রাখুন, ৩০% কমবে বিদ্যুতের বিল, লাগবে না গরমও

৩) SBI Magnum Midcap fund (এসবিআই ম্যাগনাম মিড-ক্যাপ ফান্ড): তিন বছরে ৩০ শতাংশে বেশি রিটার্ন মিলেছে।

সেরা মিড-ক্যাপ মিউচুয়াল ফান্ডের তালিকা (গত এক বছরে)

১) Motilal Oswal Midcap Fund (মোতিলাল ওসওয়াল মিড-ক্যাপ ফান্ড): ৪৫.৩১ শতাংশ রিটার্ন। 

২) HDFC Mid-Cap opp Dir (এইচডিএফসি মিড-ক্যাপ অপর্চুনিটিস ডিরেক্ট প্ল্যান): ৪৪.৬৪ শতাংশ রিটার্ন। 

৩) Kotak Nifty Midcap 50 ETF (কোটাক নিফটি মিড-ক্যাপ ৫০ ইটিএফ): ৩৭.৬৪ শতাংশ রিটার্ন। 

৪) Taurus Discovery Midcap Dir (টরাস ডিসকভারি মিডক্যাপ ডিরেক্ট প্ল্যান): ৩৫.০৩ শতাংশ। ৫)

৫) Motilal Oswal Nifty Midcap 100 ETF (মোতিলাল ওসওয়াল নিফটি মিড-ক্যাপ ১০০ ইটিএফ): ৩৪.৬ শতাংশ রিটার্ন।

৬) SBI Magnum Midcap Dir (এসবিআই ম্যাগনাম মিড-ক্যাপ ডিরেক্ট প্ল্যান): ৩৪.৫৬ শতাংশ রিটার্ন।

আরও পড়ুন: জমি-বাড়ি কিনবেন নাকি মিউচুয়াল ফান্ড? কোনটায় টাকা রাখা ঠিক হবে?

৭) Invesco Ind Midcap Dir (ইনভেস্কো ইন্ডিয়া মিড-ক্যাপ ডিরেক্ট প্ল্যান)- ৩৪.৩১ শতাংশ রিটার্ন।

৮) Mirae Asset Nifty Midcap 150 ETF (মিরে অ্যাসেট নিফটি মিড-ক্যাপ ১৫০ ইটিএফ): ৩৪.২ শতাংশ রিটার্ন।

৯) আইসিআইসিআই প্রুডেনশিয়াল নিফটি মিড-ক্যাপ ১৫০ ইটিএফ: ৩৪.১ শতাংশ রিটার্ন।

১০) Motilal Oswal Nifty Midcap 150 ETF (মোতিলাল ওসওয়াল নিফটি মিড-ক্যাপ ১৫০ ইটিএফ): ৩৪.০৩ শতাংশ রিটার্ন।