Opposition’s front: ‘বিরোধী জোট থেকে দূরে থাকবেন না মমতা,’ বিহার মিটিংয়ের আগে আশায় বুক বাঁধছে কংগ্রেস

সুভাষ পাঠক

লোকসভা নির্বাচনের বিরোধী জোট ঠিক করতে আগামী ২৩ শে জুন মিটিং হবে বিহারের পটনাতে। তবে তার আগে নানা জল্পনা ছড়িয়েছে। এবার এনিয়ে মুখ খুললেন বিহার প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অখিলেশ প্রসাদ সিং। তাঁর মতে বিরোধী জোট করার ক্ষেত্রে সেভাবে কোনও সমস্যা হবে না। সিপিএমকে জোটে নেওয়ার ক্ষেত্রে বাংলার মুখ্য়মন্ত্রী আপত্তির প্রসঙ্গও উল্লেখ করেন তিনি। তবে এটা শেষ পর্যন্ত কোনও সমস্যা হবে না বলেই মনে করেন তিনি।

তিনি বলেন, পটনাতে ২৩ জুনের মিটিংয়ের জন্য অপেক্ষা করুন। দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। বিজেপির বিরুদ্ধে জোট করার ক্ষেত্রে দেখবেন সেভাবে কোনও সমস্যাই হবে না। প্রসঙ্গত অখিলেশ প্রসাদ সিং নিজে রাজ্যসভার সদস্যও। এদিকে দিন কয়েক আগে বাংলার মুখ্যমন্ত্রী সম্প্রতি কাকদ্বীপে একটি মিটিং থেকে জানিয়েছিলেন, লোকসভা ভোটের আগে যদি সিপিএমকে সঙ্গে নিয়ে কংগ্রেস জোট করে তবে ভাববেন না যে আমার দল থেকে কোনও সহায়তা পাবে।

তবে এনিয়ে কংগ্রেসের এক নেতার দাবি, মিটিংয়ে অনেক কিছুই বলা হয়ে থাকে। কিন্তু রাজনৈতিক অবস্থান বিষয়টি একেবারে অন্যরকম।

এদিকে আরজেডির প্রধান মুখপাত্র শক্তি সিং যাদব জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে গোটা বিষয়টি সম্পর্কে বোঝানোটা শক্ত কোনও ব্যাপার হবে না। তিনি জানিয়েছেন, ২৩ জুন নীতীশ কুমারের ডাকা মিটিং শুরু হলেই অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে। তিনি জানিয়েছেন, কংগ্রেস আঞ্চলিক দলগুলির সঙ্গে প্রয়োজনীয় বোঝাপড়া করতে পারবে।

এদিকে এই মিটিং উপলক্ষ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও আসছেন বলে খবর। তারা প্রথমে বিপিসিসি অফিসে আসবেন। সেখানে কংগ্রেস নেতা কর্মীদের সঙ্গে তাঁরা কথা বলবেন। এরপর তারা নীতীশ কুমারের ডাকা মিটিংয়ে যাবেন। অখিলেশ সিং জানিয়েছেন, দলের নেতাদের স্বাগত জানাতে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। এআইসিসি জেনারেল সেক্রেটারি কেসি বেনুগোপালও এই মিটিংয়ে উপস্থিত থাকবেন।

এদিকে তিনি জানিয়েছেন ২৩ তারিখের মিটিংয়ের পরে বিহার মন্ত্রিসভায় কংগ্রেসের থেকে আরও দুজনকে মন্ত্রী করা হচ্ছে। অন্যদিকে তিনি বলেন এই বিরোধী জোটে কাউকেই প্রধানমন্ত্রীর মুখ হিসাবে তুলে ধরা হবে না। কারণ ২০০৪ সালেও মনমোহন সিংয়ের সময় বিরোধী জোটে কেউই প্রধানমন্ত্রীর মুখ ছিলেন না। পরে মনমোহন সিংকেই প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত করা হয়।