Rath Yatra 2023: রথযাত্রা উপলক্ষে ৮ দিনের ওড়িশা উৎসবের তোড়জোড়! সরকারের তরফেও থাকছে বিশেষ চমক

২০ জুন থেকে ২৮ জুন অনুষ্ঠিত হবে রথযাত্রা উপলক্ষে মহোৎসব। শ্রী জগন্নাথ সেবা সমিতির সাংস্কৃতিক বিভাগ উৎকলের তরফে এমনটাই জানানো হল। রথযাত্রার সঙ্গেই এই কয়েকদিন পালিত হবে ওড়িশা উৎসব। ২০ জুন একটি বর্ণাঢ্য শোবাযাত্রার মধ্যে দিয়ে সূচনা হবে ওই উৎসবের। খিদিরপুরের জগন্নাথ মন্দির থেকে যাত্রা শুরু করে ভবানীপুরের নর্দান পার্ক পর্যন্ত যাবে এই শোভাযাত্রা। সেখানেই ২৮ জুন সকাল পর্যন্ত রাখা থাকবে জগন্নাথ বিগ্রহ।‌ রথযাত্রা উপলক্ষে বিশেষ শোভাযাত্রায় আকর্ষণ হিসেবে থাকছে পুরুলিয়ার ছৌ নাচের দল ও শ্রীখোলের দল। পশ্চিমবঙ্গ সরকারের প্রযোজনায় এই দুই দল শোভাযাত্রাকে আরও আকর্ষণীয় করে তুলবে। এছাড়াও এই দুই দলের প্রযোজনায় রয়েছে ভারত সরকারের আই অ্যান্ড বি বিভাগও।  

আরও পড়ুন: রোল, চাউমিন, তেলেভাজা ছেড়ে বেছে নিন এই মুখরোচক খাবার, মন ও শরীর দুইই থাকবে ভালো

আরও পড়ুন: পিএইচডি অর্জনকারী প্রথম ভারতীয় মহিলা! কমলা সোহোনিকে কুর্নিশ জানাল গুগল ডুডলও

শ্রী জগন্নাথ সেবা সমিতির সভাপতি চন্দ্রশেখর পাণিগ্রাহী বলেন, ওড়িশা উৎসব আগামী ২১ জুন থেকে শুরু হবে‌। উৎসবের শুভ সূচনা করবেন বাংলার রাজ্যপাল মাননীয় সি ভি আনন্দ বোস। আটদিনের উৎসব জুড়ে একাধিক অনুষ্ঠানের আয়োজন হবে।‌ এছাড়াও অনুষ্ঠানের অঙ্গ হিসেবেই থাকছে একটি বিশেষ প্রদর্শনী। ওড়িশার বিভিন্ন কুটির শিল্পের একটি প্রদর্শনী দর্শকদের জন্য থাকবে আট দিন ব্যাপী। ২০০৩ সাল থেকে প্রতি বছর নিয়ম উৎকল সম্মান তুলে দেওয়া হয় বিশিষ্ট ব্যক্তিদের হাতে‌। এই বছর এই পুরষ্কার পেতে চলেছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী দেবাশিস মহাপাত্র।

এই দিন উৎকল‌ সমিতির সভাপতি শ্রী কাশীনাথ বেহারা বলেন, ওড়িশা উৎসবে জগন্নাথ ইন বেঙ্গল আইস বইটির উদ্বোধন করা হবে। একই সঙ্গে উৎকল সুভেনির ও অ্যালবামের উদ্বোধন হবে ওই দিন। ময়ুরভঞ্জের বিশেষ ছৌ নাচের দল ছৌনি ওই উৎসবে তাদের বিশেষ নৃত্য পরিবেশন করবে।‌ এছাড়াও রাইরাঙপুর থেকে ঝুমুর নাচের দলও থাকছে এই দিনের অনুষ্ঠানে। আট দিনের অনুষ্ঠানের আরও বড় চমক থাকছে ওড়িশা সরকারের তরফেও। ওড়িশা সরকারের নবজীবন নাট্য শাস্ত্রের একটি উপস্থাপনা থাকবে এই উৎসবে। একইসঙ্গে মীরা দাস ও তার দলের বিশেষ পারফরম্যান্সও ওড়িশা উৎসবের আকর্ষণ হতে চলেছে।