রামনবমীর মিছিলে হামলার ঘটনায় সাহায্য করছে না রাজ্য, ফের আদালতে NIA

রামনবমীর মিছিলে হামলার তদন্তে আদালতের নির্দেশের পরেও NIAকে সহযোগিতা করছে না রাজ্য পুলিশ। এই অভিযোগ জানিয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। NIA-কে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা।

রাজ্যের একাধিক জায়গায় রামনবমীর মিছিলে হামলার ঘটনায় NIA তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই আবেদনের প্রক্ষিতে NIA তদন্তের নির্দেশ দেয় আদালত। রাজ্য পুলিশকে সমস্ত নথি হস্তান্তরের নির্দেশ দেয়। গত ২৭ এপ্রিলের রায়ে ২ সপ্তাহের মধ্যে নথি হস্তান্তরের কাজ শেষ করতে নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। রাজ্যের দাবি, রামনবমীর মিছিলে হামলা আইনশৃঙ্খলাজনিত সমস্যা। আর আইনশৃঙ্খলা রাজ্যের ব্যাপার। তাছাড়া NIA তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। সুপ্রিম কোর্টে গ্রীষ্মাবকাশ থাকার ফলে মামলাটির শুনানি হয়নি। তাই NIA-কে নথি হস্তান্তর করা হয়নি।

গত ৩০ মার্চ রাজ্যের একাধিক জায়গায় রামনবমীর মিছিলে হামলা হয়। হাওড়া, রিষড়া, ডালখোলায় হামলার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তেজনা ছড়ানোর জন্য একতরফাভাবে মিছিলকারী সম্প্রদায়কে দায়ী করেন।

সুশীল সমাজের একাংশের মতে, রাজ্যের প্রশাসনিক প্রধানের এই একচোখামির জন্যই সমাজে বিভাজন তৈরি হচ্ছে। প্রশাসন নিরপেক্ষ না হওয়ায় বারবার আদালতের দ্বারস্থ হচ্ছে অন্য পক্ষ। আর সেখানে বারবার হার হচ্ছে রাজ্য সরকারের।