Abhishek Banerjee: নিয়োগ দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল অভিষেককে পালটা চিঠি ED-র

শুধু কুন্তল ঘোষের দায়ের করা অভিযোগ সংক্রান্ত মামলা নয়, সামগ্রিকভাবে নিয়োগ দুর্নীতি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। সোমবার পালটা চিঠি দিয়ে একথা জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যার জেরে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, তবে কি নিয়োগ দুর্নীতিতে অভিষেক পর্যন্ত পৌঁছে গেল ইডির হাত?

গত ৫ মে অভিষেকের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে কলকাতা বিমানবন্দরে বিদেশ যেতে বাধা দেয় পুলিশ। সেখানেই তাঁকে ইডি দফতরে হাজিরার নোটিশ ধরানো হয়। সেই মতো গত ৮ জুন ইডি দফতরে হাজিরা দেন রুজিরা। রুজিরা ইডি দফতর ছাড়তেই ১৩ জুন অভিষেককে হাজিরা দিতে বলে চিঠি দেন ইডি। পালটা চিঠিতে অভিষেক জানান, ৮ জুলাই পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের জন্য দলীয় কাজে ব্যস্ত থাকবেন তিনি। ফলে তাঁর পক্ষে এর মধ্যে হাজিরা দেওয়া সম্ভব নয়। ভোট মিটলে তদন্তকারী সংস্থাকে যাবতীয় সাহাজ্য করতে তৈরি তিনি।

সেই চিঠির পালটা চিঠিতে সোমবার ইডির তরফে জানানো হয়েছে, শুধু কুন্তল ঘোষের অভিযোগ সংক্রান্ত মামলা নয়। সামগ্রিকভাবে নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্তের জন্য তাঁকে তলব করা হয়েছিল। যা প্রকাশ্যে আসতেই দারুন আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

বলে রাখি, নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়েছেন অভিষেক ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি। গ্রেফতার হয়েছেন হুগলির যুব তৃণমূল নেতা তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি গ্রেফতার হয়েছেন, অভিষেকের সংস্থার দীর্ঘদিনের কর্মী ও তাঁর পরিবার পরিচালিত আর্থিক সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের কর্তা সুজয়কৃষ্ণ ভদ্র।