Chattisgarh Fire: প্রাণের ঝুঁকি নিয়ে অনেকেই ঝাঁপ দেন উপরের তলা থেকে! ছত্তিশগড়ে মার্কেট কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে মৃত ৩

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ছত্তিশগড়ে। সেখানে কোরবা জেলায় একটি মার্কেট কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। আহত বেশ কয়েকজন। জানা গিয়েছে, দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

মার্কেট কমপ্লেক্স থেকে নির্গত কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। প্রাণে বাঁচতে ছোটাছুটি করেন অনেকে। দোতলা থেকে ঝাঁপ দিতেও দেখা যায় অনেককেই। পরিস্থিতি সামলাতে পৌঁছয় দমকল। সোমবার দুপুর ১.৩০ মিনিট নাগাদ ওই আগুন লাগে বলে জানা গিয়েছে। কমপ্লেক্সের ১৮ থেকে ২০ টি দোকান নিমেষে ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। দমকল বহু চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় ওই আগন আয়ত্তে আসে। মনে করা হচ্ছে, মূলত, শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড। আগুনের জেরে ক্ষতি হয়েছে কমপ্লেক্সের বেশ কিছু দোকানের। ওই এলাকায় রয়েছে একটি ব্যাঙ্কও। দমকল সেখানে গিয়ে ধীরে ধীরে কয়েকজনকে উদ্ধার করতে থাকে।

কোরবার অগ্নিকাণ্ডের পরিস্থিতি ছিল বেশ ভয়ানক। কেউ কেউ ঝুলতে থাকেন দড়ি ধরে। কেউ বা ঘটনায় হতচকিত হয়ে সেখান থেকে ঝাঁপ দেন প্রাণের ঝুঁকি নিয়ে। কমপ্লেক্সে থাকা ব্যাঙ্ক, ইলেকট্রনিক দোকান, পোশাকের দোকান সর্বত্রই লাগে আগুন। অনেকেই জানলা থেকে ঝাঁপ দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে, দমকলের ১০ টি ইঞ্জিন সেখানে গিয়ে আগুনকে নিয়ন্ত্রণে এনেছে। 

এদিকে, রবিবার পুনের গঙ্গাধাম এলাকায় ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়। সেখানে ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া দেখতে পান অনেকে। সেখানে একটি গোডাউনে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়। প্রায় ২০ থেকে ২৫ টি গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আশপাশের এলাকায় মানুষজনকে নিরাপত্তার কারণে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে, ওই অগ্নিকাণ্ডে কেক লক্ষ টাকার সামগ্রী ও একটি গাড়ি নষ্ট হয়েছে।