Indian submarine Vagir: চারদিনের সফরে শ্রীলঙ্কায় ভারতের সাবমেরিন, আগে থেকেই নোঙর ফেলেছে পাক যুদ্ধ জাহাজ

ভারতীয় সাবমেরিন আইএনএস ভাগির চারদিনের সফরে শ্রীলঙ্কা উপকূলে গেল। এটা ভারতীয় নৌবাহিনীর কালবারি শ্রেণির অন্যতম অত্যাধুনিক নৌবহর। আর সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল যে সময় ভারতের নৌবহর শ্রীলঙ্কার উপকূলে গিয়েছে সেই সময়ই পাকিস্তানের নৌবহরও নোঙর ফেলেছে শ্রীলঙ্কা উপকূলে। খবর পিটিআই সূত্রে। 

ভারতীয় হাইকমিশন জানিয়েছে, গ্লোবাল ওসান রিংয়ের থিমের উপর এবার আন্তর্জাতিক যোগা দিবস।সেই দিবসকে স্মরণীয় করে রাখতেই এবার বিশেষ উদ্যোগ।ভারতীয় ওই সাবমেরিনে কমান্ডিং অফিসার কমান্ডার দিবাকর পরিদর্শন করেন। দর্শনার্থী ও স্কুলের ছাত্রছাত্রীদের জন্যও এই সাবমেরিন দেখার ব্যবস্থা করা হয়েছে। 

স্বামী বিবেকানন্দ কালচারাল সেন্টারের সহযোগিতায় ভারতীয় হাই কমিশন কলম্বো বন্দরে একটি গ্র্যান্ড শোয়ের আয়োজন করছে। ২১ জুন সেই অনুষ্ঠান হবে। ভারত ও শ্রীলঙ্কার প্রতিরক্ষা দফতরের পদস্থ কর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। 

এদিকে এর আগে ভারতীয় জাহাজ দিল্লি, সুকন্যা, কিলতান ও সাবিত্রী কলম্বোতে গিয়েছিল। 

প্রেস রিলিজে বলা হয়েছে,  ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ভ্রাতৃত্ববোধ ও একতাবোধকে জাগ্রত করার জন্য  এই উদ্যোগ অত্যন্ত কার্যকরী হবে। ‘প্রতিবেশী সবার আগে’ এই নীতির উপর ভিত্তি করে এই বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন( SAGAR) এই নীতির উপর ভিত্তি করে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। 

এদিকে শ্রীলঙ্কার নেভি জানিয়েছে, রবিবার দুদিনের সফরে পাকিস্তানি জাহাজ টিপু সুলতানও কলম্বোতে এসেছে। নেভির তরফে জানানো হয়েছে, টিপু সুলতান হল ১৩৪.১ মিটার লম্বা যুদ্ধ জাহাজ। ১৬৮জন এই জাহাজে থাকে। 

অন্য়দিকে নেভি জানিয়েছে, ২০১৪ সালে চিনের একটি সাবমেরিন এসেছিল কলম্বো উপকূলে। এবার দ্বিতীয়বার ভারতের সাবমেরিন আসছে কলম্বোতে।