Intercontinental Cup 2023: Half Time Team Talk Change The Course Of The Match Claims Indian Coach Igor Stimac

ভুবনেশ্বর: রবিবার ওড়িশায় আয়োজিত ইন্টারকন্টিনেন্টাল কাপের (Intercontinental Cup 2023) ফাইনালে ফিফা ব়্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা লেবাননকে ২-০ গোলে হারিয়ে (India vs Lebanon) খেতাব নিজেদের নামে করেছে ভারতীয় দল। গোটা টুর্নামেন্টে একটিও গোল হজম না করেই জিতেছে টুর্নামেন্ট। অবশ্য ফাইনালের প্রথমার্ধে কিন্তু ভারতীয় আক্রমণকে একেবারেই ছন্দে দেখায়নি। এমনকী গোটা অর্ধে ভারতীয় ফুটবলাররা একটি শটও তেকাঠির মধ্যে রাখতে পারেননি। কিন্তু দ্বিতীয়ার্ধে দুই গোল করেই খেতাব জিতে নেয় ব্লু টাইগার্সরা।

কীভাবে হঠাৎ করে হল ভাগ্যবদল? ভারতীয় কোচ ইগর স্টিমাচ (Igor Stimac) বলছেন হাফটাইমে তিনি একেবারেই খুশি ছিলেন না এবং খেলোয়াড়দের বকুনিও দিয়েছিলেন বটে। তিনি বলেন, ‘প্রতিটা ম্যাচ, প্রতিটা জয় গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্লিনশিট। তাই আজ আমি খুশি। তবে আমি আপনাদের এটুকু বলতে পারি যে হাফ টাইমের সময় আমি একদই খুশি ছিলাম না। ম্যাচের প্রথম ১০ মিনিটে ভালই খেলছিলাম, কিন্তু তারপরে ম্যাচের প্রথমার্ধে আর আমরা কোনও প্রভাবই ফেলতে পারিনি। প্রতিপক্ষকে এতক্ষণ ধরে ম্যাচের নিয়ন্ত্রণ দেওয়াটা একেবারেই উচিত নয়। হাফ টাইমের সময় আমি কী বলেছিলাম, সেটা না হয় নাই বললাম। তবে তাতে কাজ হয়েছে। আমি চাই ভারতীয় দল এমনই ফুটবলটা খেলুক।’

প্রথমার্ধের পর স্টিমাচ যে দলের ফুটবলারদের বকাঝকা করেছিলেন, তা ম্যাচ শেষে অধিনায়ক সুনীল ছেত্রীও (Sunil Chhetri) মেনে নিচ্ছেন। ‘আমরা হাফ টাইমে বসের কাছে প্রচণ্ড বকা খেয়েছিলাম। আগের ম্য়াচে যেমন খেলেছিলাম, প্রথমার্ধে তো তার ধারেকাছেও খেলতে পারিনি আমরা। এরপরে আমাদের নিজেদের ভুল শুধরে নেওয়ার জন্য ওটা প্রয়োজন ছিল। ওঁ অনেককিছুই বলেছিলেন, যা আমি এখানে সর্বসমক্ষে বলতে পারব না। তবে আমরা জানতাম আমাদের মধ্যে ম্যাচ জেতার দক্ষতা রয়েছে এবং দিনের শেষে আমাদের কোনও আক্ষেপ নেই। এখন ম্যাচ ২-০ জয়ের পরে এটা বলাটা সহজ বটে, তবে সত্যি এটাই।’

এই ইন্টারকন্টিনেন্টাল কাপ কিন্তু আদপে এএফসি এশিয়ান কাপে প্রস্তুতিরই অঙ্গ। ইতিমধ্যেই স্টিমাচ মাথায় এশিয়ান কাপ ঘুরছে। ‘এএফসি এশিয়ান কাপের আগে আমাদের এখনও অনেক কাজ করা বাকি। পজিশনিংয়ের বিষয়টা আমাদের আরও ভাল করে মাথায় রাখতে হবে। কখন রান নেব, কখন মাটিতে রেখে খেলব, কখন লং বল খেলব, সেই দিকেও নজর দেওয়াটা জুরুরি। লেবানন সাত, আটটি বড় সুযোগ পেয়েছিল। অস্ট্রেলিয়া, উজবেকিস্তানের বিরুদ্ধে কিন্তু এমনটা করলে চলবে না। আজকে কেমন খেললাম, তার থেকে জানুয়ারি মাসে আমরা কেমন খেলব, সেটা বেশি গুরুত্বপূর্ণ’ বলেন তিনি।

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
াhttps://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ত্বকের এক্সফোলিয়েশন কেন প্রয়োজন? সপ্তাহে কদিন স্ক্রাব করবেন?