Intercontinental Cup 2023 : India Beat Lebanon After A Huge Gap Of 46 Years, Know In Details

ভুবনেশ্বর: দীর্ঘ ৪৬ বছরের শৃঙ্খল ভাঙল ভারত (Indian Football Team)। ৪৬ বছর পর ফুটবল মাঠে লেবাননকে হারাল ভারতীয় দল। জিতে নিল ইন্টারকন্টিনেন্টাল কাপ।

২০১৮ সালে নেহরু কাপের আদলে চারদেশীয় ইন্টারকন্টিনেন্টাল কাপের আয়োজন করেছিল সর্বভারতীয় ফুটবল সংস্থা। প্রথমবারই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ২০১৯ সালে অবশ্য ভারতের মাটি থেকে ট্রফি জিতে নিয়ে যায় উত্তর কোরিয়া। করোনা অতিমারীর প্রাদুর্ভাবে এরপর তিন বছর টুর্নামেন্ট বন্ধ ছিল। এবার ফের আয়োজিত হয়েছিল ইন্টারকন্টিনেন্টাল কাপ। আর রবিবারের ফাইনালে লেবাননকে ২-০ গোলে হারিয়ে ট্রফি নিজেদের দেশে ফেরাল ভারত।

টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচেও ভারত ও লেবানন মুখোমুখি হয়েছিল। কিন্তু সেই ম্যাচ গোলশূন্য় ড্র হয়। নিয়মরক্ষার ম্যাচ ছিল। কোনও দলই গোল করতে পারেনি। রবিবারের ফাইনালে অবশ্য দ্বিতীয়ার্ধের ঝড়ে প্রতিপক্ষকে তছনছ করে দিল ভারত।

কোনও গোল না খেয়ে চ্যাম্পিয়ন হল ভারত। দেশের মাটিতে টানা ৬ ম্যাচ কোনও গোল হজম করেনি ভারতের রক্ষণভাগ।

লেবাননকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ (Intercontinental Cup) জেতার পরই ভারতীয় ফুটবল (Indian Football Team) দলের জন্য সুখবর। সুনীল ছেত্রীদের (Sunil Chhetri) জন্য বিরাট অঙ্কের পুরস্কার অর্থ ঘোষণা করলেন ওড়িশার (Orissa) মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (Naveen Patnaik)।

রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেড়িয়ামে ভারত বনাম লেবানন ফাইনাল ম্যাচ দেখতে হাজির ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী। ম্যাচের পর সুনীলরা তখন ট্রফি নিয়ে ফটো সেশনে ব্যস্ত। মঞ্চে উঠে নবীন পট্টনায়েক ঘোষণা করেন, ‘ভারতীয় দলকে অভিনন্দন। ওড়িশা সরকারের পক্ষ থেকে ১ কোটি টাকা পুরস্কার অর্থ দেওয়া হবে ভারতীয় দলকে।’ নবীন আরও বলেন, ‘ইন্টারকন্টিনেন্টাল কাপের মতো সম্মানজনক একটা টুর্নামেন্ট ওড়িশায় আয়োজন করতে পেরে আমি গর্বিত। কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে ভারতীয় দল যে নাছোড় মনোভাব দেখিয়েছে, ওদের অভিনন্দন জানাচ্ছি।’

 


গোলশূন্য প্রথমার্ধের পর ইন্টারকন্টিনেন্টাল কাপের (Intercontinental Cup 2023) ফাইনালে লেবাননের বিরুদ্ধে (India vs Lebanon) জ্বলে উঠলেন লালরিনজুয়ালা ছাংতে (Lallianzuala Chhangte)। গোল ও অ্যাসিস্ট করে দলকে জেতালেন তিনি। ২-০ জিতল ভারতীয় দল। গোল পেলেন সুনীল ছেত্রীও (Sunil Chhetri)।

আরও পড়ুন: কোঁকড়ানো চুল ধুয়ে পরিষ্কার করার ক্ষেত্রে কী কী নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হবে?