Vande Bharat menu: বন্দে ভারতের মেনু, পনিরের বাটিতে মিলল গা ঘিনঘিন করা পলিথিন, নালিশ করলেন যাত্রী

বন্দে ভারত ট্রেনের পরিষেবা নিয়ে আগেই নানা অভিযোগ উঠেছিল। একাধিকবার সরব হয়েছিলেন যাত্রীরা। তবে  এবার বন্দে ভারতের মেনু নিয়ে বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন এক রেলযাত্রী। ওই রেলযাত্রী একেবারে ভিডিয়ো পোস্ট করে জানিয়েছিলেন,  বন্দে ভারতে যে খাবার পরিবেশন করা হয়েছিল তার মধ্য়ে একটি পলিথিনের টুকরো ছিল। মানি কন্ট্রোলের খবর অনুসারে জানা গিয়েছে, যাত্রীর দাবি রবিবার দিল্লি-ভূপাল বন্দে ভারত ট্রেনের খাবারে তিনি পলিথিন পেয়েছেন। রানি কমলাপতি থেকে গোয়াালিয়র যাচ্ছিলেন তিনি। 

ওই যাত্রীর দাবি, অ্যালুমিনিয়ামে ফয়েলে খাবার দেওয়া হয়েছিল। পনিরের তরকারি ছিল মেনুতে। এরপর তিনি খাওয়ার সময় দেখেন পলিথিনের টুকরো রয়েছে পনিরের তরকারিতে। একটি চামচে করে তিনি পনিরের তরকারি থেকে পলিথিনের টুকরোটি ফেলে দেন। আর সেই ভিডিয়ো তিনি টুইট করে ফেলেন।রেলের ক্যাটারিং কর্তৃপক্ষের কাছেও তিনি এনিয়ে অভিযোগ করেছিলেন। এদিকে সেই টুইটে তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকেও ট্য়াগ করেন। 

এদিকে বন্দে ভারতের খাবারের মেনুতে পলিথিনের টুকরো পাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায়। লিখিত অভিযোগে জানানো হয়েছিল। যাত্রীর দাবি, পনিরের ডিশে ৪X৪ সাইজের একটি পলিথিনের টুকরো ছিল।  ঝাঁসি স্টেশন পেরিয়ে যাওয়ার পরেই রাত আটটা নাগাদ এই রাতের খাবার দেওয়া হয়েছিল। তবে রেলওয়ে সেবা এই টুইটের জবাব দিয়েছিল। তাদের পক্ষ থেকে বলা হয়েছিল অভিযোগটি গ্রহণ করা হয়েছে। 

এদিকে একাধিক দূরপাল্লার ট্রেনে মেনু নিয়ে নানা ধরনের অভিযোগ থাকে। কিন্তু বন্দে ভারত নিঃসন্দেহে মর্যাদার ট্রেন। রেলের ইতিহাসে অন্যতম পালক হল এই বন্দে ভারত। একেবারে দ্রুত গতি সম্পন্ন ঝা চকচকে ট্রেন। টিকিটের দামও নেহাত কম নয়। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প। তবে এবার সেই বন্দে ভারতের মেনু নিয়েই বিস্তর অভিযোগ। ট্রেনের মেনুতে পলিথিন ছিল বলে অভিযোগ করেছেন এক যাত্রী। পরে অবশ্য সেই টুইটটি মুছে দেওয়া হয়। 

প্রিমিয়াম ট্রেনের মেনুর এই দৈন্য দশা দেখে অবাক হয়েছেন অনেকেই। খাবারের মধ্য়ে পলিথিন থাকাটা কোনওভাবেই স্বাস্থ্যসম্মত নয়। সেটাও আবার বন্দে ভারতের মতো ট্রেনের মেনুতে পলিথিন। 

এদিকে গত এপ্রিল মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বন্দে ভারত ট্রেনের সূচনা করেছিলেন। রানি কমলাপতি স্টেশন থেকে এই বন্দেভারত ট্রেনের সূচনা করা হয়েছিল। এটা ছিল দেশের একাদশতম বন্দে ভারত ট্রেন। কিন্তু সেই ট্রেন চালুর কিছুদিনের মধ্যে ই রেলের মেনু নিয়ে বড় অভিযোগ উঠে গেল। তবে এবার অভিযোগ পাওয়ার পরে রেল কী ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার।