Zelenskyy Eating Sweet by Sunak’s Mother: ঋষি সুনকের মায়ের হাতে বানানো মিষ্টি খেলেন জেলেনস্কি, ভাইরাল হল ভিডিয়ো

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের মায়ের হাতে বানানো ভারতীয় মিষ্টি খেতে দেখা গেল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিজের ইনস্টাগ্রামে একটি সাক্ষাৎকারের ভিডিয়ো পোস্ট করেন ঋষি। সেখানেই ঋষি জানান, কখন, কীভাবে তাঁর মায়ের হাতে তৈরি বরফি খেয়েছিলেন জেলেনস্কি। এদিকে জেলেনস্কির বরফি খাওয়ার মুহূর্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধের আবহে বিভিন্ন রাষ্ট্রের সাহায্য চাইতে বিদেশ সফরে গিয়েছিলেন জেলেনস্কি। তিনি লন্ডনে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষির সঙ্গেও দেখা করেছেন। ব্রিটেনের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ঋষিও সাহায্যের আশ্বাস দিয়েছেন জেলেনস্কিকে। জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছিলেন, ‘আমরা ইউক্রেনবাসীরা সবাই ব্রিটেনের কাছে কৃতজ্ঞ। এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে।’ উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার পর থেকে দু’বার ব্রিটেন সফরে এসেছেন জেলেনস্কি।

এদিকে ঋষির সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি সাউদ্যাম্পটনে গিয়েছিলাম। আমার মা যে ওষুধের দোকান চালান, আমি সেখানে গিয়ে তাঁর সঙ্গে দেখা করি। পরে তাঁরা আমার সঙ্গে এসে দেখা করতে চান। তবে সেটা সম্ভব হয়নি। এদিকে আমার মা কিছু ভারতীয় মিষ্টি বানিয়েছিল। এটার নাম – বরফি। পরে একটা ফুটবল ম্যাচে তিনি আমার সঙ্গে দেখা করে সেই মিষ্টি আমার হাতে তুলে দেন। এটা তাঁর জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এর পরদিনই আমার সঙ্গে প্রেসিডেন্ট জেলেনস্কির দেখা হয়। আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম, তখন তাঁর ক্ষিদে পেয়ে যায়। আমার হাতের সামনে মায়ের বানানো বরফি ছিল। আমি তাঁকে সেটা খেতে দিই। জেলেনস্কিকে তাঁর বানানো বরফি খেতে দেখে আমার মা খুবই আনন্দ পেয়েছিলেন।’

এদিকে সাক্ষাৎকারের এই অংশটি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন ঋষি। ক্যাপশনে তিনি লেখেন, ‘প্রতিদিন তো আর জেলেনস্কি মায়ের হাতে বানানো মিষ্টি খান না।’ এদিকে ঋষির সেই সাক্ষাৎকার এবং জেলেনস্কির বরফি খাওয়ার মুহূর্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ব্রিটিশ প্রধানমন্ত্রীর পোস্টের তলায় বহু মানুষ কমেন্ট করেছেন। এক ইনস্টা ব্যবহারকারী লেখেন, ‘এটা খুবই মিষ্টি। আমরা সবাই মায়ের হাতে বানানো বরফি ভালোবাসি।’ এরপর আরও একজন লেখেন, ‘ঋষির এই কথা শুনে আমারও পুরনো কথা মনে পড়ে গেল। আমার মনে আছে যে তোমার মা ফার্মেসিতে ভারতীয় মিষ্টি নিয়ে আসতেন। আমরাও খেতাম সেগুলো। বেশ ভালো লাগত।’