Air India buying 470 planes: স্বপ্নের উড়ান ভারতের! ইন্ডিগোর রেকর্ডের পরদিনই ৪৭০ বিমানের অর্ডার দিল Air India

পরপর দু’দিন বিশ্বের অসামরিক বিমান পরিবহণের ক্ষেত্রে তাক লাগাল দুই ভারতীয় উড়ান সংস্থা। যে প্যারিস এয়ার শোয়ের মধ্যে সোমবার ৫০০টি বিমানের বরাত দেয় ইন্ডিগো, সেই একই মঞ্চ থেকে এয়ারবাস এবং বোয়িংকে ৪৭০টি বিমানের বরাত দিল এয়ার ইন্ডিয়া। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এয়ারবাসকে ২৫০টি বাণিজ্যিক বিমানের বরাত দিয়েছে টাটার মালিকাধীন উড়ান সংস্থা। বোয়িংয়ের থেকে ২২০টি বিমান কেনার চুক্তি করেছে। দুই বিমান নির্মাণকারী সংস্থার সঙ্গে এয়ার ইন্ডিয়া মোট ৭০ বিলিয়ন ডলারের চুক্তি করেছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

(বিস্তারিত পরে আসছে)