Bangla Jokes Collection: আজ সকালে হাসতে হবেই! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস

১। বয়স্ক দম্পতি অনেক দিন পরে বেড়াতে যাচ্ছে। বরের একটু ভুলোমন। আর তার কারণে মাঝে মধ্যেই বউয়েরর থেকে বকুনি জোটে।

স্টেশনে পৌঁছে বর বললেন, ‘শোনো, তুমি কি আমাদের ডাইনিং টেবিলটা সঙ্গে এনেছো?’

বউ অবাক! ডাইনিং টেবিল কেন সঙ্গে করে নিয়ে যাবেন।

বউ: ডাইনিং টেবিল! কী বলছো, হাবিজাবি! 

বর: সে কী! ডাইনিং টেবিলটা আনোনি! সঙ্গে করে আনা উচিত ছিল তো।

বউ: কেন বলো তো?

বর: ট্রেনের টিকিট দুটো টেবিলের উপরেই রেখেছিলাম তো। 

(আরও পড়ুন: নতুন সপ্তাহের গোড়াতেই প্রাণভরে হাসুন! সকাল সকাল পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)

২। স্ত্রী: বিয়ের আগে তো খুব বলেছিলে?

স্বামী: কী বলেছিলাম?

স্ত্রী: বিয়ের পর আমাকে পাগলের মতো ভালোবাসবে! আর এখন তো ফিরেও তাকাও না।

স্বামী: হায় রে কপাল আমার! কে জানত যে, তোমার বিয়ে আমার সঙ্গেই হবে।

(আরও পড়ুন: সপ্তাহ শেষ! ছুটির দিন দুটো হোক মজায় ঠাসা! পড়ে নিন, দিনের সেরা ৫ জোকস)

৩। রতন: আমার মতো গাধা এ ভুবনে আর নেই।

রতনের বউ: কেন?

রতন: না হলে তোমাকে কেউ বিয়ে করে?

রতনের বউ: তখন আমি তোমার প্রেমে এতই মগ্ন ছিলাম যে, খেয়ালই করিনি তুমি একটা গাধা।

(আরও পড়ুন: হাসতে তো মানা নেই! পড়ে নিন, দিনের সেরা ৫ জোকস, অন্যকে পাঠিয়ে তাঁদেরও হাসান)

৪। স্বামীদের নিয়ে একটি প্রশিক্ষণ কেন্দ্র চলছে। সেখানে প্রশিক্ষক বললেন—

প্রশিক্ষক: যদি আপনার স্ত্রী আপনার কথা না শোনেন, তবে…

একজন পুরুষ: তবে কী?

প্রশিক্ষক: এত আগ্রহ ভরে জানতে চেয়ে লাভ নেই।

পুরুষ: কেন?

প্রশিক্ষক: স্বামীর কথা আসলে কোনও স্ত্রীই ঠিক মতো শোনেন না।

(আরও পড়ুন: দুপুরবেলা হাসতে হাসতে গড়িয়ে পড়ুন! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)

৫। অগোছালো ঘর রেখেই বন্ধুকে আমন্ত্রণ জানালো শ্যামল।

শ্যামলের বউ: কী বললে! তোমার বন্ধু আসবে? দেখছো ঘরের কী অবস্থা! ভাঙা ফুলদানি, কাচের প্লেট ভেঙে ছড়িয়ে আছে, ঝাড়ু বিছানায় পড়ে আছে। সব ছড়িয়ে ছিটিয়ে আছে তো!

শ্যামল: এ জন্যই তো ওকে ডেকেছি। এসে দেখুক, বিবাহিতদের জীবন। এর মধ্যেও বিয়ের করার জন্য পাগল হয়ে গিয়েছে।