Bulldozer in Rath Yatra 2023: ‘সনাতন ধর্মকে রক্ষা করতে’ রথযাত্রার সামনে চলল বুলডোজার, হিন্দুদের ঐক্যবদ্ধের ডাক

গুজরাটের রাজকোটে রথযাত্রার সামনে থাকল ‘সনাতনী বুলডোজার’। একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, উদ্যোক্তাদের দাবি করেছেন যে সনাতন ধর্মকে রক্ষা এবং হিন্দুদের ঐক্যবদ্ধ করতে রাজকোটের নামা মাবা এলাকায় জগন্নাথ মন্দিরের রথযাত্রায় সেই ‘সনাতনী বুলডোজার’ বের করা হয়েছে। যে বুলডোজার একাধিক বিজেপি-শাসিত রাজ্যের (মূলত উত্তরপ্রদেশ) কার্যত ‘প্রতীক’ হয়ে উঠেছে। গুজরাটেও ব্যবহার করা হয়েছে বুলডোজার। সরকারের দাবি, বুলডোজার দিয়ে ‘অপরাধীদের’ বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বিরোধীদের অবশ্য দাবি, সংখ্যালঘুদের ‘নিশানা’ করতেই বিজেপি-শাসিত রাজ্যে বুলডোজার ব্যবহার করা হয়। 

মঙ্গলবার রথযাত্রা উপলক্ষ্যে নামা মাবা এলাকায় জগন্নাথ মন্দিরে পুজো করেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তারপর সকাল ৯ টা ৩০ মিনিট থেকে শুরু হয় রথযাত্রা। জগন্নাথদেব এবং তাঁর ভাইবোনকে রথে করে শহরের বিভিন্ন প্রান্তে ঘোরানো হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, সেই শোভাযাত্রার সামনেই ছিল একটি বুলডোজার। যে বুলডোজারের সামনে একটি প্ল্যাকার্ড ছিল। তাতে লেখা ছিল, ‘সনাতনী বুলডোজার’।

কিন্তু রথযাত্রায় কেন বুলডোজার আনা হল? শোভাযাত্রার মধ্যেই রাজকোটের জগন্নাথ মন্দিরের মুখ্য পুরোহিত মনমোহন দাস বলেন, ‘এই বিশেষ রথযাত্রায় একটি সনাতনী বুলডোজারও আছে। সনাতন ধর্মকে রক্ষা করতে এবং সনাতন ধর্মের প্রচারের জন্য এই বুলডোজার আনা হয়েছে।’

আরও পড়ুন: Mayapur Ratha Yatra: মায়াপুরে পালিত হচ্ছে ইসকনের রথযাত্রা, কীভাবে শুরু হয়েছিল এই উৎসব, জানুন ইতিহাস

ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজকোটের জগন্নাথ মন্দিরের রথযাত্রায় ওই বুলডোজার নিয়ে আসেন রাজু জুঞ্জা নামে এক বিজেপি কর্মী। হিন্দুদের ঐক্যের বার্তা দিতেই সেই বুলডোজার আনা হয়েছে বলে দাবি করেন। তাঁর কথায়, ‘চলতি বছর রথযাত্রায় একটি সনাতনী বুলডোজার আনা হয়েছিল। হিন্দুরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন। এক ছাতার তলায় এসে হিন্দুরা যাতে ঐক্য়বদ্ধ হতে পারেন, সেই বার্তা দিতেই এবারের রথযাত্রায় বুলডোজার আনা হয়েছিল।’ 

আরও পড়ুন: Rath Yatra: হাওড়ায় রথ ছাড়াই বিগ্রহ বয়ে নিয়ে যেতে বলেছিল পুলিশ, তুলোধোনা করল কলকাতা হাইকোর্ট

এমনিতে যোগী আদিত্যনাথের আমলে উত্তরপ্রদেশে ‘বুলডোজার’ তত্ত্ব জনপ্রিয় হয়ে উঠেছে। ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদের সময় অনুমোদনহীন বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে অপর বিজেপি-শাসিত রাজ্য মধ্যপ্রদেশেও ‘অপরাধীদের’ বিরুদ্ধে বুলডোজার ব্যবহৃত হয়েছে। সম্প্রতি এক যুবককে বকলস পরিয়ে অত্যাচারের অভিযোগে প্রেক্ষিতে বুলডোজার ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। সেইসঙ্গে গুজরাটের দ্বারকায় বুলডোজার দিয়ে একাধিক বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল।