Upper Primary Merit List Case in HC: তৈরি হবে নয়া বেঞ্চ, হাই কোর্টে স্থগিত উচ্চ প্রাথমিকে মেধা তালিতা সংক্রান্ত মামলা

বিচারপতি অবসরে যাবেন। তাই নয়া বেঞ্চ গঠন হলে ফের শুনানি হবে। এই আবহে গতকাল, সোমবার উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের মেধা তালিকা সংক্রান্ত মামলার শুনানি স্থগিত করল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। এদিকে নতুন বিচারপতির সামনে এই মামলার শুনানি হলে বিচার প্রক্রিয়া আরও কিছুটা দীর্ঘায়িত হতে পারে। এই আবহে হতাশ মামলাকারী চাকরিপ্রার্থীরা। জানা গিয়েছে, ডিভিশন বেঞ্চের বিচারপতি সুব্রত তালুকদারের অবসরের সময় ঘনিয়ে এসেছে। এই আবহে তিনি আর এই মামলার শুনানিতে রাজি হলেন না। তিনি জানিয়েছেন, এই মামলার জন্য নতুন করে বেঞ্চ গঠন করা হবে। সেই ডিভিশন বেঞ্চের সামনে এই মামলার শুনানি হবে।

প্রসঙ্গত, ২০২১ সালে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিয়ে নির্বাচিত প্রার্থীদের মেধা তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। তবে মামলাকারীদের অভিযোগ ছিল, সেই তালিকায় কারচুপি করা হয়েছিল। এই মামলায় বিচারপতি সুব্রত তালুকদারের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ ইন্টারভিউয়ের নেওয়ার নির্দেশ দেয়। পাশাপাশি ইন্টারভিউয়ের তালিকা নিয়ে অসন্তুষ্ট চাকরিপ্রার্থীদের অভিযোগ জানানোর ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়। এছাড়া সেই মেধা তালিকা আদাতলে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল। গত ১৯ মে কমিশন আদালতে মেধা তালিকা জমা দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তবে মামলাকারীকা নতুন করে কিছু জিনিস নিয়ে প্রশ্ন তোলেন। যারপর শুনানি পিছিয়ে দেওয়া হয় এবং ১৯ জুন শুনানির দিন ধার্য করা হয়। গতকাল সেই মতো শুনানি হয়। মামলাকারীদের আশা ছিল বিচারপতি আজকে রায় শোনাতে পারেন। তবে বিচারপতি তালুকদার মামলাটি স্থগিত করে দিলেন।

উল্লেখ্য, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। সেইসব অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন ধরে আইনি জটে আটকে নিয়োগ প্রক্রিয়া। ২০২১ সালে উচ্চ প্রাথমিকের নিয়োগের উপর থেকে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ তুলে দিয়েছিল কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ। পরে উচ্চ আদালত আরও নির্দেশ দিয়েছিল, তালিকা প্রকাশ সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে সেই বিষয়ে ব্যবস্থা নিতে হবে কমিশন। কারও অভিযোগ থাকলে দু’সপ্তাহের মধ্যে তা কমিশনের কাছে জানাতে হবে। সেই অভিযোগ খতিয়ে দেখবেন সচিব পর্যায়ের আধিকারিক। অভিযোগ পাওয়ার ১০ সপ্তাহের মধ্যে তার নিষ্পত্তি করতে হবে। তারপরও আইনি জটে আটকে ছিল নিয়োগ প্রক্রিয়া। এদিকে এরই মাঝে আজ ২০০ দিনে পড়ল মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে চাকরিপ্রার্থীদের ধরনা।