ICC ODI World Cup: Pakistan Wants Venues Swapped For World Cup Matches Against Australia And Afghanistan

লাহৌর: আসন্ন ওয়ান ডে বিশ্বকাপে (ODI World Cup) পাকিস্তান দলের সূচি নিয়ে নতুন করে জলঘোলা শুরু হল। 

দুটি ম্যাচের সম্ভাব্য ভেন্যু পাল্টাতে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থাকে (ICC) অনুরোধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)।

২০২৩ সালের গ্রুপ পর্বে দুটি ম্যাচ, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিরুদ্ধে দ্বৈরথের কেন্দ্র পাল্টানোর জন্য আবেদন করেছে পিসিবি। ওয়ান ডে বিশ্বকাপের যে সম্ভাব্য সূচি তৈরি করা হয়েছে, সেখানে ২০ অক্টোবর বেঙ্গালুরুতে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচ এবং ২৩ অক্টোবর চেন্নাইয়ে পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচ রাখা হয়েছে। কিন্তু এই দুই ম্যাচের ভেন্যু অদলবদল করার আবেদন জানিয়েছে পিসিবি। তারা চায় আফগানিস্তানের বিরুদ্ধে বেঙ্গালুরুতে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইয়ে খেলতে।

জানা গিয়েছে, কেন ম্যাচের কেন্দ্র বদলাতে চাইছে, তা নিয়ে আইসিসি-কে নির্দিষ্ট করে কিছু জানায়নি পিসিবি। তবে মনে করা হচ্ছে, দুই ম্যাচে ক্রিকেটীয় দিক থেকে সুবিধা পাবে বলেই কেন্দ্র পাল্টানোর আবেদন করেছে পিসিবি। 

ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) সূচি এখনও ঘোষণা হয়নি। কিন্তু তার মধ্যেই খসড়া সূচি থেকে জানা গিয়েছে, ভারত বনাম পাকিস্তান ম্যাচ হতে পারে আমদাবাদে। এই দু’দলের বাকি ম্যাচের কেন্দ্রও জানা গিয়েছে। আর তার পরেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি, তিনটি ম্যাচের কেন্দ্র বদল করতে হবে। আমদাবাদে খেলা নিয়ে আগেই অসন্তোষ জানিয়েছে পাকিস্তান। এবার বেঙ্গালুরু ও চেন্নাই নিয়েও আপত্তি জানিয়েছে পিসিবি।   

 


বিশ্বকাপের কেন্দ্র নিয়ে টালবাহানা অব্যহত পাকিস্তান ক্রিকেট বোর্ডের। আগেই জানিয়েছিল আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে তারা লিগ পর্বের ম্যাচ খেলতে চায় না। কয়েকটি সূত্র থেকে জানা গিয়েছে, পিসিবি বরং চায় কলকাতায় ইডেনে গার্ডেন্সে ভারতের বিরুদ্ধে খেলতে। এবার চেন্নাই নিয়েও আপত্তি জানিয়েছে পাকিস্তান। তবে চেন্নাইয়ে সব ম্যাচ নিয়ে আপত্তি তোলেনি। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটি তারা চেন্নাইয়ে না খেলার কথা জানিয়ে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বলে খবর।                           

আরও পড়ুন: মেসিকে ছাড়াই ফ্রেন্ডলি ম্য়াচে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ২-০ জয় ছিনিয়ে নিল আর্জেন্তিনা