International yoga day 2023: ভারত মহাসাগর জুড়ে বিশাল বলয় গড়ল নৌবাহিনী, যোগদিবসে অনবদ্য এক ঘটনা

‘যোগব্যায়ামের মহাসাগরীয় চক্র’, এটাই এই বছর বিশেষ ভাবনা ভারতীয় নৌসেনার। বিশ্ব যোগ দিবস উপলক্ষে সারা দেশ জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে কেন্দ্রীয় সরকার। সকাল থেকেই টুইটারে একের পর এক তাবড় তাবড় নেতাদের পোস্ট ও ভিডিয়ো আসছে টাইমলাইনে। রাষ্ট্রপতি ভবনেও আয়োজিত হয়েছে বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠান। বিশ্ব যোগ দিবস উপলক্ষে টুইটারে সেই ছবিও পোস্ট করেন দ্রৌপদী মুর্মু। এবার ভারতীয় নৌসেনাদের মধ্যে বিশেষ আয়োজনের আবহ দেখা গেল। ভারত মহাসাগর জুড়ে একাধিক দেশের বন্দর থেকে পালন করা হচ্ছে এই বিশেষ দিনটি। আফ্রিকা ও এশিয়ার নানা বন্দরে নৌসেনার জাহাজ ভিড়েছে। সেখান থেকেই তৈরি হয়েছে যোগব্যায়ামের মহাসাগরীয় চক্র বা বলয়। শুধু ভারতীয় সেনা নয়, ১২০০ বিদেশি সেনারাও যোগ দিচ্ছে এই অনুষ্ঠানে। 

আরও পড়ুন: রাষ্ট্রপতি, মন্ত্রী-সহ দেশের তাবড় ব্যক্তিত্বরা বসলেন যোগাসনে, দিলেন বার্তা

আরও পড়ুন: গাড়ির কাছে ওটা কি সত্যিই এলিয়েন! ভাইরাল ভিডিয়ো দেখে উত্তাল নেটপাড়া

যে দেশগুলির সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক ভালো, মূলত সে দেশের বন্দরেই ভিড়েছে নৌসেনার জাহাজ। এবারের বিশেষ ভাবনা ‘বসুধৈব কুটুম্বকম’ অর্থাৎ সারা বিশ্ব একটি পরিবারের বার্তা ছড়িয়ে দিতেই এই বিশেষ আয়োজন করা হয়েছে। নৌসেনার তরফে জানানো হয়েছে, বিদেশি বন্দরগুলির তালিকায় রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম, মিশরের সাফাগা, ইন্দোনেশিয়ার জাকার্তা, কেনিয়ার মোম্বাসা, মাদাগাস্কারের তোয়ামাসিনা, ওমানের মাসকট, শ্রীলঙ্কার কলম্বো, থাইল্যান্ডের ফুকেত ও সংযুক্ত আরব আমিরশাহির দুবাই। নৌসেনার জাহাজ কিলতান চট্টগ্রামে, চেন্নাই সাফাগায়, শিবালিক জাকার্তায়, সুনয়না মোম্বাসায়, ত্রিশূল তোয়ামাসিনায়, তারকাশ মাসকটে, ভাগির কলম্বোয়, সুমিত্রা ফুকেতে ও ব্রহ্মপুত্র দুবাইয়ে রয়েছে। এই বিশেষ দিনটি উদযাপনের জন্য সব মিলিয়ে ৩৫ হাজার কিমি জলপথ যাত্রা করেছে ভারতীয় নৌসেনা। দেশীয় ও আন্তর্জাতিক জলপথ মিলে ৩৫০০ নৌসেনার প্রচেষ্টায় এই উদ্যোগ সফল হয়েছে। 

সব মিলিয়ে ৩৫০০ জনের মধ্যে ২৪০০ সেনা ১১টি জাহাজে করে বিদেশের বন্দরে যাত্রা করেছে। তবে শুধু ভারতীয় সেনাই নয়, তাদের পাশাপাশি বিদেশি সেনারাও এই বিশেষ দিনটি উদযাপন করবে। ভারতীয় নৌসেনাদের সঙ্গে একসঙ্গে চলবে এই উদযাপন। সব মিলিয়ে ১২০০ বিদেশি সেনারা যোগ দিচ্ছে যোগ দিবসের বিশেষ অনুষ্ঠানে। কমন যোগ প্রোটোকল বা সিওয়াইপি-ই পালিত হবে এই অনুষ্ঠানে। প্রসঙ্গত নরেন্দ্র মোদীও এই দিন রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরে যোগ ব্যায়ামের অনুষ্ঠানে যোগ দেবেন। তার সঙ্গে থাকবেন আরও ১৮০টি দেশের প্রতিনিধিরা।