AC Vande Metro: ওই শহরে লোকাল ট্রেন বদলে যাচ্ছে AC বন্দে মেট্রোতে, বাংলায় কবে হবে? জানুন ১৫ নয়া পরিষেবা

মুম্বই লোকাল ট্রেনের একেবারে খোল নলচে বদলে দেওয়ার উদ্যোগ। মুম্বই রেল বিকাশ কর্পোরেশন বুধবার  মুম্বই আর্বান ট্রান্সপোর্ট প্রজেক্টের আওতায় ২৩৮টি ট্রেনকে বন্দে ভারত মেট্রোতে বদলে ফেলা হবে। সাত বছরের মধ্য়ে এই প্রকল্প শেষ করার টার্গেট নেওয়া হচ্ছে। নতুন ট্রেন ডিপো ভানগাও ও ভিবপুরীকে উন্নত করা হবে। সেখানেই এই বন্দে মেট্রোর দেখভাল করা হবে। এই প্রকল্পে রাজ্য় ও কেন্দ্র উভয়ই যৌথভাবে অর্থ বিনিয়োগ করবে। মিড ডের প্রতিবেদন অনুসারে খবর, শহরের রেল ব্যবস্থা একেবারে বদলে ফেলা হবে এই বিশেষ প্রকল্পের মাধ্যমে। 

অর্থাৎ পরিকল্পনা অনুসারে যেটা দাঁড়াচ্ছে মুম্বই লোকাল ট্রেনের সমস্ত নন এসি ট্রেন ধাপে ধাপে এসি বন্দে ভারত ট্রেনে পরিণত হয়ে যাবে।  এককথায় বিরাট উদ্য়োগ। তবে এবার প্রশ্ন কবে বাংলা জুড়ে লোকাল ট্রেন এই এসি পরিষেবা চালু হবে? এনিয়ে আশায় আশায় দিন গুণছেন বঙ্গবাসী। তবে এনিয়ে নির্দিষ্ট কোনও তথ্য মেলেনি। তবে ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বইতে লোকাল ট্রেন আরও আরামদায়ক ও দ্রুতগতি সম্পন্ন হতে চলেছে। 

গোটা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য় একাধিক কারশেড করা হবে। মোটামুটি ৮৪ মাসের মধ্য়ে এই উন্নতির চেষ্টা করা হচ্ছে। 

একাধিক প্রযুক্তিগত পার্টনার এই ট্রেন তৈরির সঙ্গে যুক্ত থাকবে। এটা কেবলমাত্র রেল কারখানায় তৈরি হবে এমনটা নয়। এদিকে গোটা দেশজুড়ে ইতিমধ্য়েই বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে। বাংলাতেও চলছে বন্দে ভারত। এবার মুম্বই শহরে চলা গোটা রেল ব্যবস্থাটাই হয়ে যাচ্ছে বন্দে ভারতের স্টাইলে। 

একেবারে বিশ্বমানের পরিষেবা হবে এখানে। এবার দেখে নিন ঠিক কী ধরনের পরিষেবা মিলবে এই বন্দে ভারত লোকাল ট্রেনে? 

১) অটোমেটিক দরজা থাকবে। পুরোটাই ভেস্টিবিউল কামরা।

২) নন এসি লোকালের মতো ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাসের মতো কোনো ব্যাপার থাকবে না।

৩) ট্রেনের শেষের দিকে ভেন্ডার বা লাগেজ রাখার জন্য ব্যবস্থা থাকবে। সেখানেও এসি থাকবে।

৪) এখনকার মতোই সিট থাকবে। তবে আরও আরামদায়ক হবে।

৫) লেডিস কামরা থাকবে

৬) কামরায় অত্যাধুনিক ডিজিটাল ব্যবস্থা থাকবে।

৭) এলইডি লাইটের ব্যবস্থা থাকবে।

৮)  সিসি ক্যামেরা, অ্যালার্ম সিস্টেম, জিপিএস সব থাকবে।

৯) অগ্নিনির্বাপনের যাবতীয় ব্যবস্থা থাকবে।

১০) জানালাগুলো এখনকার তুলনায় অনেক বড় হবে।

১১) সর্বোচ্চ ১৩০ কিমি প্রতিঘণ্টা গতিবেগে চলবে।

১২)  স্মার্ট এসি থাকবে।

১৩) ব্যাক আপ ব্যাটারি থাকবে।

১৪)মোবাইল চার্জার থাকবে।

১৫)এমার্জেন্সি টক ব্যাক সিস্টেম থাকবে।