ED raids in Gujarat: ইডির অভিযান, গ্যাংস্টারের বাড়িতে থরে থরে ২০০০ নোট, বাজেয়াপ্ত দেড় কোটি

গ্যাংস্টার  সুরেশ যগুভাই প্যাটেল সহ তাদের সঙ্গীদের বাড়িতে অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার গুজরাটে তাদের বাড়িতে অভিযান চালায় ইডি। আর সেই অভিযানে উদ্ধার হল প্রায় ১.৬২ কোটি টাকা নগদ, অন্তত ১০০টি সম্পত্তির নথিপত্র, বহু আপত্তিকর নথি উদ্ধার করা হয়েছে। আর সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল যে টাকা বাজেয়াপ্ত করা হয়েছে তার মধ্য়ে বেশিরভাগটাই ২০০০ টাকার নোটের।

ইডির পক্ষ থেকে বলা হয়েছে,  বুধবার সব মিলিয়ে ১.৬২ কোটি টাকা নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। একাধিক আপত্তিকর নথি বাজেয়াপ্ত করা হয়েছে।  গ্যাংস্টার যগুভাই প্যাটেল ও তার সঙ্গীদের বাড়িতে এই অভিযান হয়েছিল। যে টাকা উদ্ধার হয়েছে তার বেশিরভাগটাই ২০০০ টাকা। 

ইডি আধিকারিকদের মতে, গুজরাটের অন্তত ৯টি আবাসন এলাকায় এই রেইড  করা হয়েছিল। এব্যাপারে বিস্তারিত তদন্ত চলছে। এজেন্সির পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, ৯টি আবাসন ও বাণিজ্যিক ভবনে এদিন অভিযান চালানো হয়েছে। গ্য়াংস্টার সুরেশ যগুভাই প্যাটেল ও তার সঙ্গীদের বাড়িতে অভিযান চালানো হয়েছিল। প্রায় শতাধিক সম্পত্তির কাগজপত্র, পাওয়ার অফ অ্যাটর্নি, কোম্পানি, ফার্ম সংক্রান্ত তথ্য, নগদ টাকার আদানপ্রদান, বহু আপত্তিকর নথি, ডিজিটাল প্রামান্য সামগ্রী, তিনটি ব্যাঙ্ক লকারের চাবি বাজেয়াপ্ত করা হয়েছে। 

এদিকে ওই গ্যাংস্টারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। গুজরাট ও মুম্বইয়ের একাধিক জায়গায় প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও বেআইনী অস্ত্র, খুন, তোলাবাজি, বেআইনী মদ, লুঠপাট সহ নানা অভিযোগে অভিযুক্ত ওই ব্যক্তি। পাসপোর্ট সংক্রান্ত প্রতারণার অভিযোগও রয়েছে। সব মিলিয়ে অন্তত ৩৫টি এফআইআর তার বিরুদ্ধে। আর তার ও তার সঙ্গীদের বাড়ি থেকে উদ্ধার হল ১.৬২ কোটি টাকা। তার মধ্য়ে ১ কোটিই ২০০০ টাকার নোটে। এত নগদ টাকা কেন রাখা হয়েছিল তা ইডি খতিয়ে দেখছে। 

প্রচুর সম্পত্তির নথিও পেয়েছে ইডি। এই কাগজপত্রগুলি তারা খতিয়ে দেখছে। বিভিন্ন কোম্পানির নথিও রয়েছে। সেগুলি কাদের দখলে রয়েছে তা ইডি খতিয়ে দেখছে। এদিকে সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০০০ টাকা তুলে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। ৩০ সেপ্টেম্বরের মধ্য়ে এই কাজ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। আর গ্যাংস্টারের হেফাজত থেকে যে বিপুল টাকা বাজেয়াপ্ত করা হয়েছে তার মধ্য়ে সিংহভাগই এই ২০০০ টাকার নোট।