Kashmir Yoga controversy at Sufi Shrine: কাশ্মীরে সুফি সাধকের সমাধি চত্বরে যোগা দিবস পালন, বিতর্ক তুঙ্গে

আশিক হুসেন

কাশ্মীরে সুফি সাধক শেখ নুর উদ্দিন নুরানি যিনি আলমদার -ই কাশ্মীর বলে পরিচিত ছিলেন তাঁর সমাধিস্থলের চত্বরে যোগা দিবস পালনকে ঘিরে বিতর্ক তুঙ্গে। কাশ্মীরের বুগদাম জেলায় এনিয়ে তীব্র বিতর্ক দানা বাঁধছে। 

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, মহান সাধকের সমাধিস্থলে চত্বরে যোগা দিন পালন করা হল। উফ!

সেনা  ও স্থানীয় ছাত্রছাত্রীদের উদ্যোগে এই অনুষ্ঠান হয়। এই জায়গাটি চরার-ই-শরিফ নামে পরিচিত। সোশ্য়াল মিডিয়ায় ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে এই ছবি। 

এদিকে জম্মু-কাশ্মীর ওয়াকফ বোর্ড এই সমাধিক্ষেত্রের দেখভাল করে। বোর্ড চেয়ারম্যান তথা বিজেপি নেতা দরক্ষণ অন্দ্রাবির ফোন সুইচড অফ। যোগাযোগ করা যায়নি। সেনা আধিকারিকরাও মুখ খুলতে চাননি। 

শ্রীনগরের পুরসভার মেয়র আপনি পার্টির নেতা জুনায়েদ আজিম মাত্তু বলেন আমি সবসময় যোগার পক্ষে। কিন্তু এখানে যেটা হয়েছে সেটা মানা যায় না। ধর্মীয় স্থানকে পবিত্রতার সঙ্গে দেখা দরকার।

এদিকে নেটিজেনরাও ঝাঁপিয়ে পড়েছেন। তাঁদের মতে, একেবারে নিন্দাজনক ঘটনা হয়েছে। প্রশাসনের এনিয়ে সতর্ক হওয়া দরকার ছিল। এই ধরনের কোনও কাজ করতে দেওয়া ঠিক হয়নি। 

এক নেটিজেনের দাবি, বিজেপিকে এনিয়ে উত্তর দিতে হবে। নেটিজেন লিখেছেন, আমি অত্যন্ত আঘাত পেয়েছি। আপনি একদিকে সবকিছু ব্যান করছেন মসজিদে যেটা আমাদের ভাবাবেগে আঘাত দিচ্ছে। অথচ সমাধিস্থলে এটা কেন করলেন। এটা আমাদের বিখ্য়াত সাধকের সমাধিস্থল। আমাদের এনিয়ে উত্তর দিতে হবে। 

সোশ্য়াল পলিটিকাল অ্য়াক্টিভিস্ট তাহির পীরজাদা বলেন, এই ঘটনা ধর্মীয় আবেগে আঘাত হেনেছে। ভাবাবেগে আঘাত হেনেছে এই ঘটনা।  কিন্তু তারা কি জানেন ওই সাধক শান্তি ও ভ্রাতৃত্বের প্রতীক। 

তবে বিজেপির মুখপাত্র আলতাফ ঠাকুর জানিয়েছেন, যোগা মানুষের স্বাস্থ্যের উন্নতির জন্য কার্যকরী হয়। এখানে হিন্দু বা মুসলিমের ব্য়াপার নেই। কিছু মানুষ ধর্মীয় রাজনীতি নিয়ে খেলতে ভালোবাসেন। 

এদিকে ২১ জুন ছিল বিশ্ব যোগ দিবস। ভারতের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হয়েছিল যোগা সেশন। রাষ্ট্রপতি, কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে তারকা, সাধারণ মানুষ সকলেই অংশ নেন বিভিন্ন যোগা সেশনে। ভারতীয় সেনার বিভিন্ন শাখাতেও চলে নানা ধরনের যোগাসন চর্চা।

২১ জুন যোগ দিবসের সকালে মোদী নিজেই একটি ভিডিয়ো বার্তা শেয়ার করেছিলেন তার টুইটারে প্রোফাইলে। সকাল সাড়ে ছটায় তা পোস্ট করা হয়। ভিডিয়োতে তিনি বলেন, যোগাসন এমন কিছু অনুভূতিকে জোরদার করে যা অন্তর্দৃষ্টিকে আরও শক্তিশালী করে। আমাদের বেঁচে থাকাকে আরও অর্থবহ করে তোলে।