Sanghamitra Express close shave: রেললাইনে ফাটল, ছুটে আসছে সংঘমিত্রা এক্সপ্রেস,যা করলেন স্থানীয়রা জানলে গায়ে কাঁটা দেবে

দুর্ঘটনার আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। এবার আর একটু হলেই দুর্ঘটনার মুখে পড়ছিল সংঘমিত্রা এক্সপ্রেস। অন্ধ্রপ্রদেশের বাপতালা জেলার ইপুরুপালামে স্থানীয়রা দেখতে পান রেললাইনের কিছুটা অংশে ফাটল দেখা দিয়েছে। এদিকে সেই লাইনে দূরপাল্লার ট্রেন আসার কথা। এরপর আর কোনও ঝুঁকি নেননি স্থানীয়রা। তারা দ্রুত রেল কর্তৃপক্ষকে তারা খবর দেন। রেলের লোকজন এসে দ্রুত ব্যবস্থা নেন। সেই মতো দ্রুত রেলের আধিকারিকরা ঘটনাস্থলে যান। এরপর রেললাইন মেরামতের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেন রেলের আধিকারিকরা। 

এদিকে সেই লাইনেই সংঘমিত্রা এক্সপ্রেস আসার কথা। কিন্তু ওই লাইনে দ্রুতগতিতে ট্রেন এলে বিরাট বিপর্যয় হতে পারে। সেকারণে রেলের কর্মীরা দ্রুত সংঘমিত্রা এক্সপ্রেসকে থামানোর ব্যবস্থা করেন। এরপর ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। এদিকে ততক্ষণে রেললাইন মেরামতের কাজ শুরু হয়ে গিয়েছে। প্রায় ৪০ মিনিট সময় লাগে রেললাইন মেরামত করতে। এরপর ধীরে ধীরে ট্রেনটি ছাড়া  হয়। তবে সময়মতো সতর্ক হতে না পারলে বিরাট বিপদ হতে পারত। অল্পের জন্য় বিরাট বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে সংঘমিত্রা এক্সপ্রেস। 

তবে কিছুদিন আগেই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় পড়েছিল। সেই রেশ ফুরোয়নি এখনও। তার আগেই একের পর এক বিপত্তি।

সম্প্রতি বড় দুর্ঘটনার মুখে পড়ছিল নীলাচল এক্সপ্রেস। তবে লোকো পাইলটের তৎপরতায় কোনও রকমে রক্ষা পেয়েছিল ট্রেনটি। প্রাথমিকভাবে জানা গিয়েছে রেললাইনটি বেঁকে গিয়েছিল। কিন্তু অল্পের জন্য রক্ষা পেয়েছে ট্রেনটি। এদিকে করমণ্ডল এক্সপ্রেসে কীভাবে দুর্ঘটনা হয়েছিল তার কোনও কারণ এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি। এনিয়ে সিবিআই তদন্ত চলছে। কিন্তু তার মধ্য়ে ফের রেলের সুরক্ষাকে ঘিরে বিরাট প্রশ্ন সামনে এল। লখনউয়ের নিগোহান স্টেশনের এই ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। 

সম্প্রতি অল্পের জন্য বিরাট দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছিল লোহিত এক্সপ্রেস। সূত্রের খবর, ট্রেনের কয়েকটি বগি একেবারে আলাদা হয়ে যায় ইঞ্জিন থেকে। উত্তর দিনাজপুরের ডালখোলা স্টেশনে ঢোকার ঠিক আগেই এই ভয়াবহ বিপত্তি। গুয়াহাটি থেকে জম্মু-তাওয়াইয়ের দিকে যাচ্ছিল ট্রেনটি। মঙ্গলবার বিকেল ৪.৪৫ মিনিট নাগাদ ইঞ্জিন থেকে ট্রেনের ১০টি বগি খুলে যায়। তবে হতাহতের কোনও খবর নেই। স্থানীয় সূত্রে খবর, আচমকাই ট্রেনের ইঞ্জিন থেকে কয়েকটি বগি আলাদা হয়ে গিয়েছিল। বিরাট দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা। কিন্তু তারপরেও এদিন যে ঘটনা হল তা এককথায় গায়ে কাঁটা দিয়ে উঠবে।

এবার অল্পের জন্য বাঁচল সংঘমিত্রা এক্সপ্রেস।