School teacher payment: স্কুল শিক্ষকদের জন্য বিরাট সুখবর! আর বকেয়া থাকবে না, মিটিয়ে দিচ্ছে শিক্ষা দফতর

সরকারি স্কুলের শিক্ষকদের পাওনা গন্ডা সংক্রান্ত কোনও বকেয়া থাকলে তা মিটিয়ে দেওয়ার নির্দেশ। সেই সংক্রান্ত নির্দেশ দিয়েছিল শিক্ষা দফতর। এবার সেই বকেয়া দেওয়ার কাজ শুরু করে দিল শিক্ষা দফতর। খুশির খবর শিক্ষক মহলে।

কোন ক্ষেত্রে সরকারি স্কুলের শিক্ষকদের বকেয়া বেতন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে? সূত্রের খবর, বিভিন্ন ক্ষেত্রে কিছু বকেয়া থেকে যায় শিক্ষকদের। যেমন শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত সুযোগগুলি যথাযথভাবে না মিললে তাদের বকেয়া মেটানোর বিশেষ ব্যবস্থা করা হবে।

অন্যদিকে বিএড সঠিক সময় না করার জন্য প্রচুর শিক্ষকের বেতন বৃদ্ধি হয়নি। প্রায় ৩০ হাজার শিক্ষক সমস্যায় পড়েছিলেন। কিন্তু বকেয়া বেতনের দাবিতে একাধিক শিক্ষক মামলাও করেছিলেন। পরে এনিয়ে দীর্ঘ টালবাহানা চলে। তবে এবার সমস্যা মিটতে পারে বলে খবর। সেই বকেয়া বেতনও তাঁরা এবার পেতে পারেন বলে খবর। সব মিলিয়ে শিক্ষকদের অনেকেই এবার তাঁদের হকের পাওনা পাবেন বলে জানা গিয়েছে।

সব মিলিয়ে জেলা স্কুল পরিদর্শক অনেক সময় মেমোতে সই করতে দেরি করেন। সেই সংক্রান্ত বকেয়া কিছু থাকলে সেটাও পাবেন তিনি।

অন্যদিকে কোনও শিক্ষক বা শিক্ষাকর্মী কাজে যোগদানের সময় তাঁর কাগজপত্র তৈরি করতে অনেক সময় দেরি হয়ে যায়। সেই সময় তাঁর যে বকেয়া থেকে গিয়েছে সেটাও তিনি পাবেন। আবার পদোন্নতির পরে তাঁর বেতন বৃদ্ধি না হলে সেই বকেয়াও তিনি পাবেন।

ডিএর দাবিতে দীর্ঘ আন্দোলন চলছে। এনিয়ে শিক্ষকদের অনেকেই অংশ নিয়েছে আন্দোলনে। ক্ষোভ বাড়ছে তাদের। এদিকে ডি এ আন্দোলনকারীদের দাবির জেরে যথেষ্ট চাপে পড়েছে রাজ্য সরকার। ডি এ মেটানোর ব্যাপারে এখনও রাজ্য সরকারের তরফে সেভাবে উদ্যোগ নেই। দাবি আন্দোলনকারীদের। তবে এসবের মধ্য়ে শিক্ষকদের জন্য় সুখবর। অন্তত বিভিন্ন ক্ষেত্রে তাদের যে বকেয়া পাওনা ছিল সেটা মিটিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে কিছুটা হলেও স্বস্তিতে রাজ্য়ের বিপুল সংখ্য়ক শিক্ষক-শিক্ষিকা।