Tajashwi saluting the empty chair: ফাঁকা চেয়ারকে নমস্কার করলেন লালুপুত্র তেজস্বী, আসল ঘটনাটা জানলে অবাক হয়ে যাবেন

বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তাঁরই একটি ছবি ভাইরাল হয়েছে সম্প্রতি। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে তিনি একটি ফাঁকা চেয়ারকে নমস্কার করছেন। কিন্তু যে চেয়ারে কেউ বসে নেই, সেখানে কেন নমস্কার করলেন তিনি? প্রশ্নটা ঠিক এখানেই। তবে সেই রহস্যভেদ হয়েছে ইতিমধ্যে। চেন্নাইয়ের একটি অনুষ্ঠানে সেই ছবি তোলা হয়েছিল বলে খবর। 

আসলে তামিলনাড়ুর মুখ্য়মন্ত্রী এমকে স্ট্যালিন গত ২০ জুন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির স্মৃতিতে তৈরি কলিঙ্গ কোট্টামের উদ্বোধন উপলক্ষ্যে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু শারীরিক সমস্যার জন্য় নীতীশ এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। সেই জায়গায় উপমুখ্য়মন্ত্রী তেজস্বী যাদব উপস্থিত হয়েছিলেন। 

এদিকে অনুষ্ঠানে একটি ফাঁকা চেয়ার ছিল। তার পাশেই বসেন তেজস্বী। আর বসার আগে সেই চেয়ারের দিকে তাকিয়ে প্রণাম করেন তিনি। সেই চেয়ারের দিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে ছিলেন তিনি। এরপর তিনি সেই চেয়ারের দিকে তাকিয়ে প্রণাম করেন। কিন্তু কেন সেই ফাঁকা চেয়ারকে প্রণাম করলেন তিনি? খোদ মুখ্য়মন্ত্রী এমকে স্ট্যালিন এরপর তেজস্বীকে একটি ছবি উপহার দেন। সেখানে দেখা যাচ্ছে তেজস্বী যাদবের পাশেই বসে রয়েছেন প্রয়াত নেতা এমকে করুণানিধি। 

আর সেই ছবি দেখে তো হতবাক তেজস্বী যাদব। আসলে সবটাই হল টেলিপ্যাথ টেকনোলজির জাদু। এই প্রযুক্তির মাধ্যমে যে কোনও ব্যক্তি তিনি বাস্তবে পাশে না থাকলেও তিনি পাশে বসে রয়েছেন সেইভাবে ছবি তোলা যায়। আর করুণানিধির সঙ্গে তেজস্বীর ছবি সেই প্রযুক্তি ব্যবহার করেই তোলা হয়েছিল। 

আসলে সেই ফাঁকা চেয়ারটির সঙ্গে প্রথমে জোড়়হাত করে ছবি তোলা হয়েছিল। এরপর বিশেষ প্রযুক্তি ব্যবহার করে সেখানে এমকে করুণানিধির ছবি যুক্ত করা হয়। এরপর সেই ছবি তুলে দেওয়া হয় তেজস্বী যাদবের হাতে। সেই ছবি দেখে হতবাক বিহারের উপ মুখ্য়মন্ত্রী। 

এদিকে চেন্নাইতে গিয়ে বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ২৩ জুনের বিরোধী জোটের মিটিংয়ে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সেই মিটিংয়ে দেশের বহু বিরোধী নেতারা উপস্থিত থাকবেন। সেখানে বাংলা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। মূলত বিজেপির বিরুদ্ধে বিরোধী জোটকে এক ছাতার তলায় আনার জন্য এই বিশেষ উদ্যোগ। এই মিটিংকে সফল করতে সবরকম উদ্যোগ নিচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী।