Uttarakhand Accident: উত্তরাখণ্ডে মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে গভীর খাদে পড়ল জিপ, ৮জনের মৃত্যু

উত্তরাখণ্ডের পিথোরাগড়ে ভয়াবহ দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে পূণ্যার্থীদের নিয়ে একটি গাড়ি গভীর খাদে উলটে পড়ে। ৬০০ মিটার গভীর খাদে উলটে যায় গাড়িটি। স্থানীয় সূত্রে খবর, হাকোরা গ্রামের কাছে একটি মন্দির থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই ঘটনা হয়। জেলা সদর দফতর থেকে প্রায় ১০০ কিমি দূরে এই ভয়াবহ দুর্ঘটনা। সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদের মধ্যে পড়ে যায়। তবে সর্বশেষ পাওয়া খবর অনুসারে মৃতের সংখ্য়া বেড়ে ৯ হতে পারে। তবে দুর্গম এলাকায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। 

হাকোরা গ্রামের এক বাসিন্দা সুন্দর সিং জানিয়েছেন, রাস্তার ধারে প্রচুর ভাঙা ইঁট ফেলে রাখা হয়েছিল। এদিকে গত রাতে প্রচুর বৃষ্টি হয় এলাকায়। ওই গাড়িতে সব মিলিয়ে ১২জন ছিলেন। হাকোরা দেবী মন্দিরে তাঁরা পুজো দিতে যাচ্ছিলেন। সেই সময় গাড়িটি পড়ে যায়।সব মিলিয়ে ৮জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। 

তবে জেলা প্রশাসন নিশ্চিতভাবে মৃতের সংখ্যা জানাতে পারেনি। সেই জায়গাটি প্রত্যন্ত হওয়ার কারণে খবর পেতে দেরি হচ্ছে। তবে এসডিআরএফ, পুলিশ, অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে গিয়েছে। 

সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অনিল কুমার শুক্লা জানিয়েছেন, ভাগেশ্বর জেলার সামা গ্রাম থেকে পূণ্য়ার্থীরা  হোকরা গ্রামের কোকিলা দেবীর মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। সেই সময় জিপটি খাদে পড়ে যায়। 

পিথোরাগড়ের জেলাশাসক রীনা যোশী জানিয়েছেন,  গাড়িতে ১১জন যাত্রী ছিলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। সেখানে আপাতত ৯টি দেহের সন্ধান মিলেছে বলে প্রাথমিক খবর। কিন্তু দুজনের খোঁজ মিলছে না। সম্ভবত অন্য যাত্রীরা খাদের আরও গভীরে পড়ে গিয়েছেন। তবে উদ্ধারকাজ চলছে। সেক্ষেত্রে জেলা প্রশাসনের আপডেট অনুসারে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মৃতের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৯জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এসডিআরএফের টিম ঘটনাস্থলে গিয়েছে। 

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি টুইট করে জানিয়েছেন, পিথোরাগড়ে শামা থেকে ভাগেশ্বরের দিকে যাচ্ছিল গাড়িটি। পথেই দুর্ঘটনা। অত্যন্ত দুঃখের খবর। উদ্ধারকারী টিম এলাকায় গিয়েছে। আমি মৃতদের আত্মার শান্তি কামনা করছি।