বিজেপি বিধায়ককে এবার তলব করল সিআইডি, নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়াল নাম

কল্যাণী এইমস নিয়োগ দু্র্নীতিতে বিজেপি বিধায়কদের নাম আগেই জড়িয়েছে। এবার আরও এক বিজেপি বিধায়কের নাম জড়িয়ে পড়ায় তাঁকে সিআইডি তলব করেছে। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই খবর প্রকাশ্যে আসতেই গেরুয়া শিবিরের অন্দরে শোরগোল পড়ে গিয়েছে। শিক্ষায় নিয়োগ কাণ্ডে শাসকদলের কয়েকজনকে গ্রেফতার করেছে ইডি–সিবিআই। তা নিয়ে সোচ্চার হয়েছিলেন বিজেপি নেতারা। সেখানে চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে এবার তলব করল সিআইডি। এখন এটাই চর্চিত খবর হয়ে উঠেছে।

আজ, শুক্রবার সকাল ১১টায় বিজেপি বিধায়ককে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তিনি হাজিরা দিতে যাচ্ছেন না বলেই খবর। পঞ্চায়েত নির্বাচনের কাজে ব্য়স্ত থাকার কারণ দেখিয়ে শুক্রবার হাজিরা দিতে পারবেন না বলে সিআইডিকে জানান এই বিজেপি বিধায়ক বলে সূত্রের খবর। কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতিকাণ্ডে এই বিজেপি বিধায়কের নাম জড়িয়ে গিয়েছে। সিআইডির আতসকাচের তলায় রয়েছেন চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ।

কয়েকদিন আগে তাঁর নদিয়ার বাড়িতে গিয়ে পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করেন সিআইডি অফিসাররা। তার পর এবার বঙ্কিম ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য় তলব করেছে সিআইডি। তাহলে কি হাওয়া খারাপ?‌ আজ, শুক্রবার সকালেই বিজেপি বিধায়ককে হাজিরার নির্দেশ দেওয়া হয় সিআইডির পক্ষ থেকে। এই বিষয়ে সংবাদমাধ্যমে বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ বলেন, ‘‌পঞ্চায়েত নির্বাচনের কাজে ব্য়স্ত থাকায় শুক্রবার হাজিরা দিতে পারছেন না। সেটা সিআইডিকে জানিয়ে দিয়েছি।’‌ অভিযোগ, কল্যাণী এইমস হাসপাতালে বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে। হরিণঘাটায় বিজেপি বিধায়কের বাড়ি গিয়ে তাঁর পুত্রবূধকে জিজ্ঞাসাবাদ করলে সেখানে অসঙ্গতি ধরা পড়ে। তাই এবার সরাসরি বঙ্কিম ঘোষকেই জিজ্ঞাসাবাদ করতে চান সিআইডি অফিসাররা।

আর কী জানা যাচ্ছে?‌ কল্যাণী এইমস হাসপাতালে বেআইনি নিয়োগের অভিযোগ সামনে আসতেই আলোড়ন পড়ে গিয়েছে। কারণ এই নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের। তার সঙ্গে নাম জড়িয়ে যায় রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা এবং চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষের। সুতরাং বিজেপি নেতারা শাসকদলের বিরুদ্ধে সুর চড়ালেও তাঁরা একই দুর্নীতি জড়িত বলে খবর প্রকাশ্যে আসছে। আর এই দুর্নীতি কাণ্ডের তদন্ত করছে সিআইডি। ইতিমধ্যেই চার বিজেপি বিধায়ক–সহ ৮ জনের নামে এফআইআর দায়ের হয়েছে। বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানাকেও সিআইডি জিজ্ঞাসাবাদ করেছে। এবার বঙ্কিম ঘোষ।