Passenger shouts hijack in Mumbai: সবে বিমান ছাড়বে, এমন সময় ‘হাইজ্যাক’ বলে চিৎকার যাত্রীর, ফ্লাইটে তুলকালাম

নেহা এলএম ত্রিপাঠি

 ফ্লাইট ইউকে-৯৯৬। মুম্বই থেকে সেটি ছাড়ার কথা ছিল সন্ধ্যা সাড়ে ৬টায়। সেটাই ছাড়ল রাত সাড়ে ১০টায়। বৃহস্পতিবার মুম্বই থেকে  দিল্লি যাওয়ার কথা ছিল বিমানটির। কিন্তু ভিস্তারার সেই ফ্লাইটের প্রায় চার ঘণ্টা দেরি হল। কেন জানেন? ফ্লাইটের এক প্যাসেঞ্জার হাইজ্যাক হাইজ্যাক বলে চিৎকার করছিলেন। তারপরই আর বিমান ছাড়ার ঝুঁকি নেয়নি সংস্থা। দ্রুত সমস্ত যাত্রীদের নামিয়ে ফেলে বিমানে তল্লাশি চালানো হয়। 

এক আধিকারিক হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, একজন যাত্রী বিমানটি ছাড়ার ঠিক আগে হাইজ্যাক হাইজ্যাক বলে চিৎকার করছিলেন। এরপরই সন্দেহ দানা বাঁধে। এরপর সমস্ত যাত্রীদের নামিয়ে বিমান খালি করে তল্লাশি চালানো হয়। 

ভিস্তেরার এক আধিকারিক জানিয়েছেন,  ২২জুন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ বিমানটি উড়ে যাওয়ার কথা ছিল। সেই সময় এক যাত্রী অন্যরকম ব্যবহার করছিলেন।  এরপর গাইডলাইন মেনে ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। এরপর যাত্রীকে তাদের হাতে তুলে দেওয়া হয়।  গোটা বিমানে তল্লাশি করা হয়। তারপর বিমান ছাড়া হয়েছে। 

মুম্বইয়ের পুলিশ সূত্রে খবর, ওই যাত্রীর নাম ঋতেশ সঞ্জয় কুকার জুনেজা। তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি হাইজ্যাক বলে চিৎকার করেছিলেন। এদিকে ওই যাত্রী পুলিশের কাছে দাবি করেছেন তিনি মানসিকভাবে অসুস্থ। তিনি জানিয়েছেন মানসিকভাবে তিনি বিপর্যস্ত। সেকারণেই বলে ফেলেছিলেন। তবে পুলিশ মামলা রুজু করেছে। 

তবে আধিকারিকরা জানিয়েছেন, যাত্রীদের আবার পরীক্ষা করা হয়েছে। তাদের হ্য়ান্ডব্যাগ পরীক্ষা করা হয়েছে। বিমানে তল্লাশি চালানো হয়েছে। তারপর বিমান ছাড়া হয়েছে। কোথাও যাতে কোনও সমস্যা না হয় সেটা সবার আগে দেখা হয়েছে।

 কারণ বিমান অপহরণের মতো শব্দ বিমানে বা বিমানবন্দরে উচ্চারণ করলে ভয়াবহ পরিস্থিতি হতে পারে। সেকারণে আর কোনও ঝুঁকি নিতে চায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। ভিস্তেরার মুখপাত্র জানিয়েছে, বিমানে কোনও ধরনের নিয়ম বর্হিভূত ব্যবহার করলে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়। বিমানযাত্রী, স্টাফদের সুরক্ষা সবার আগে।