Aussie PM eating Indian Chat: মোদীর কথায় চাট ও জিলিপি খেলেন অজি প্রধানমন্ত্রী, জবাবে কী বললেন নমো?

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশের সিডনি শহরের উপকণ্ঠে অবস্থিত ছোট্ট জনবসতি হ্যারিস পার্ক। এই জায়গাটি ‘মিনি ভারত’ নামেও পরিচিত। এখানে একাধির রেস্তোরাঁ রয়েছে। তাতে ভারতীয় খাবার পাওয়া যায়। কয়েকদিন আগে অজি প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে এখানে গিয়ে ভারতীয় চাট ও জিলিপি খাওয়ার সুপারিশ করেছিলেন মোদী। নমোর সুপারিশ মেনে গতরাতে সেখানে গিয়েছিলেন অ্যালবানিজ। পেট ভরে চাট ও জিলিপিও খান। অজি প্রধানমন্ত্রীর চাট খাওয়ার ভিডিয়ো ও ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অ্যালবানিজ নিজেও শুক্রবারের রাত নিয়ে টুইট করেন। যার জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। (আরও পড়ুন: ১৮-২৯ বছর বয়সি ৫৯% মার্কিনি কখনও নামই শোনেননি মোদীর, দাবি সমীক্ষায়)

নিজের চাট খাওয়া ভিডিয়ো পোস্ট করে টুইট বার্তায় অ্যালবানিজ লেখেন, ‘ছোট্ট ভারতে ব্যাপক কাটল শুক্রবারের রাতটা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুপারিশ মেনে চাটকাজ থেকে ভারতীয় চাট খেলাম এবং জয়পুর সুইসল থেকে জিলিপি খেলাম। মন জয় করে নিল।’ অ্যালবানিজের এই ভিডিয়ো রিটুইট করে মোদী জবাব দেন, ‘শুনে মনে হচ্ছে আপনার শুক্রবারের রাতটা দুর্দান্ত কেটেছে। ভারতীয় সংস্কৃতি এবং খাবারের বৈচিত্র্যকে আপনি উপভোগ করেছেন। সত্যিই, ভারত ও অস্ট্রেলিয়া বন্ধুত্বের মতোই এই খাবার ও সংস্কৃতী বিজয়ী।’ প্রসঙ্গত, ভারত ও ভারতীয় সংস্কৃতির সঙ্গে অজি প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সম্পর্ক বহু পুরনো। অ্যান্থনি ১৯৯১ সালে ব্যাকপ্যাক নিয়ে ভারতে ভ্রমণ করতে এসেছিলেন বলে জানা যায়। প্রধানমন্ত্রী হওয়ার আগে ২০১৮ সালেও একবার তিনি ভারতে এসেছিলেন। ২০১৮ সালে একটি সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে এদেশে পা রেখেছিলেন তিনি।

নিজের চাট খাওয়ার ভিডিয়ো পোস্ট করেছিলেন অ্যান্থনি অ্যালবানিজ। তা নিয়ে আবার প্রতিক্রিয়া দিয়েছিলেন মোদী।

এদিকে সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরকাল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছিলেন মোদী। পাশাপাশি সেদেশে উপস্থিত ভারতীয় বংশোদ্ভূতদের একটি অনুষ্ঠানেও যোগ দেন মোদী। সেখানে অ্যান্থনি অ্যালবানিজও ছিলেন নমোর সঙ্গে। প্রবাসী ভারতীয়দের সেই সম্মেলনে মোদী বলেছিলেন, ‘মাস্টারশেফ আর ক্রিকেট ভারত আর অস্ট্রেলিয়ার মধ্য়ে বন্ধনকে দৃঢ় করেছে। আমাদের রান্না করার ধরণ আলাদা হতে পারে কিন্তু মাস্টারশেফ আমাদের মধ্যে যোগসূত্র তৈরি করেছে।’ এদিকে মোদীকে মার্কিন গায়ক ব্রুস স্প্রিংস্টিনের সঙ্গে তুলনা করেছিলেন অ্যান্থনি। তিনি বলেছিলেন, ‘মোদী যেখানেই যান, সেখানেই তাঁকে ঘিরে উন্মাদনা তৈরি হয়। যেন তিনি একজন রকস্টার। গতবার এই মঞ্চে আমি ব্রুস স্প্রিংস্টিনকে দেখেছিলাম। তিনিও এত অভ্যর্থনা পাননি। যেমন মোদী পেয়েছেন।’