IND Vs WI: Sunil Gavaskar Lashes Out At Indian Selectors For Dropping Cheteshwar Pujara

নয়াদিল্লি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পরাজয়ের প্রায় মাসখানেক পর ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের (IND vs WI) বিরুদ্ধে তিন ফর্ম্যাটের সিরিজে খেলতে নামবে ভারতীয় দল। সেই সিরিজের জন্য শুক্রবার (২৩ জুন) ভারতীয় টেস্ট এবং ওয়ান ডে দলের ঘোষণা করেছে ভারতীয়  ক্রিকেট বোর্ড। ক্যারিবিয়ান সফরে ভারতীয় টেস্ট দলে বেশ কিছু রদবদল করা হয়েছে। যার মধ্যে অন্যতম হল চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) দল থেকে বাদ পড়া। 

দীর্ঘদিন ধরে পূজারা নিজের সেরা ফর্মে নেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তিনি দুই ইনিংস মিলিয়ে মোট ৪১ রান করেছিলেন। দীর্ঘদিন খারাপ ফর্মের জেরেই তাঁকে শিবসুন্দর দাসের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ভারতীয় টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন। তবে অভিজ্ঞ ভারতীয় ব্যাটারকে এমনভাবে দল থেকে বাদ দেওয়ায় বেশ ক্ষুব্ধ কিংবদন্তি ভারতীয় ব্যাটার সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। তাঁর মতে কেবল পূজারাকেই কাঠগড়ায় তোলা হচ্ছে।   

তিনি বলেন, ‘ওকে কেন দল থেকে বাদ দেওয়া হল? কেন দলগত ব্যর্থতায় কেবল ওকেই কাঠগড়ার দাঁড় করানো হচ্ছে? ও দীর্ঘদিন ধরে ভারতীয় দলের হয়ে নিঃস্বার্থভাবেকাজ করে গিয়েছে। ওর সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি সমর্থক নেই, যারা ওর হয়ে গলা ফাটাবে, সেই কারণেই কি ওকে বাদ দেওয়া হল? আমি তো বুঝেই উঠতে পারছি না। কীসের ভিত্তিতে ওকে দল থেকে বাদ দেওয়া হল এবং বাকিরা যারা ব্যর্থ হয়েছে তাদের রেখে দেওয়া হল? আজকাল তো নির্বাচক কমিটির প্রধান মিডিয়ার সামনে কিছু বলেনও না। আমি কিছুই বুঝতে পারছি না।’

তিনি আরও যোগ করেন, ‘ও দীর্ঘদিন ধরে কাউন্টি ক্রিকেট খেলছে। তাই ও কিন্তু যথেষ্ট লাল বলের ক্রিকেট খেলেছে এবং ও গোটা বিষয়ের সঙ্গে অবগত। আজকাল তো লোকজন ৩৯-৪০ বছর বয়স পর্যন্ত খেলে যায়। যতদিন পর্যন্ত কেউ রান করছে, ততদিন তো বয়স নিয়ে মাথাব্যথার কোনও কারণ নেই। রাহানে বাদে (টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে) গোটা ব্যাটিং লাইন আপই ব্যর্থ হয়েছে। পূজারাকেই তাহলে কেন দল থেকে বাদ দেওয়া হল, নির্বাচকদের এর জবাব দিতে হবে।’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: প্রতিদিন নিয়মিত মধু সেবনে কী কী উপকার হতে পারে আমাদের স্বাস্থ্যের?