Opposition Meet: সুযোগ পেলেই বিজেপি বিরোধী জোট ছেড়ে পালাবেন মমতা: বিকাশরঞ্জন

বিজেপি বিরোধী জোটে তৃণমূলের কোনও গ্রহণযোগ্যতা নেই। শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এই জোট ছেড়ে পালাবেন। পটনায় বিরোধী বৈঠকে একই মঞ্চে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এভাবেই ব্যাখ্যা করলেন রাজ্যসভায় বাম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য।

বিকাশবাবু বলেন, ‘বামেরাই প্রকৃত বিজেপি বিরোধী। তারা নীতি – আদর্শগতভাবে বিজেপি বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও নীতি – আদর্শ নেই। তাঁর নীতি হল লুঠপাট করে যে কোনও ভাবে ক্ষমতায় টিকে থাকো। ক্ষমতায় না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির মেয়াদ এক বেলাও না। আর তাই ক্ষমতা ধরে রাখতে তিনি বর্তমানে বিরোধী জোটের বৈঠকে হাজির হয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি এই জোটে থাকবেন না। সময় হলেই পলায়ন করবেন। ইতিহাস তার সাক্ষী আছে।’

মমতা ও ইয়েচুরি এক মঞ্চে, এর প্রভাব কি সিপিএমের কর্মীদের ওপর পড়বে না? জবাবে বিকাশবাবু বলেন, ‘সিপিএম কর্মীরা ভালো করেই জানেন বিজেপির বিরুদ্ধে লড়াইটা তাদেরই লড়তে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগ বুঝে ডিগবাজি খাবেন। তাই এব্যাপারে তাদের মনে কোনও বিভ্রান্তি নেই।’

শুক্রবার পটনায় বিরোধী বৈঠক নিয়ে সিপিএম ও তৃণমূলকে একযোগে আক্রমণ শানিয়েছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কংগ্রেস ও সিপিএমকে তৃণমূলের বি টিম বলে কটাক্ষ করেছেন।