Lamborghini accident: ল্যম্বরগিনির ধাক্কা, দিল্লির ফ্লাইওভারে উড়ে গেল অটো, জখম ইন্ডিগোর ইঞ্জিনিয়ার সহ ২

ল্যম্বরগিনি। গাড়ি দেখলেই একেবারে মাথা ঘুরে যায়। দক্ষিণ দিল্লির চিরাগ ফ্লাইওভার দিয়ে দ্রুত গতিতে ছুটছিল এই বিলাসবহুল গাড়ি। ররিবার সকাল সাতটা নাগাদ সেই গাড়ির ধাক্কায় ছিটকে যায় একটি অটো। এই দুর্ঘটনায় প্রিন্স গৌতম নামে ইন্ডিগোর এক ইঞ্জিনিয়ার জখম হয়েছে। অটো চালকও জখম।

এদিকে এত জোরে ধাক্কা লেগেছিল যে অটোর একাংশ একেবারে উড়ে যায়। ল্যম্বরগিনি গাড়িটির সামনের দিকটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত দুজনের অবস্থাই সংকটজনক। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আসলে প্রিন্স গৌতম নামে ওই ইঞ্জিনিয়ার অটোতে চেপে যাচ্ছিলেন। সেই সময় ল্যম্বরগিনিটি ধাক্কা দেয়। তাকে একেবারে উড়ে যায় অটোটি। প্রিন্স গৌতম ও অটো চালক দুজনেই জখম হয়েছেন।

পুলিশ সূত্রে খবর ওই ল্যম্বরগিনি গাড়িতে একদল যুবক ছিল। একেবারে জয়রাইড। ২৪ বছর বয়সি রাজীব ওই গাড়িটি চালাচ্ছিল। বিদেশে থাকেন রাজবীর। ঘটনার পরে রাজবীরকে আটক করেছে পুলিশ। কীভাবে ওই দুর্ঘটনাটি হল তা পুলিশ খতিয়ে দেখছে।

এদিকে অত্যন্ত বেপরোয়াভাবে গাড়িটি চালানো হচ্ছিল। সেটা সজোরে অটোতে ধাক্কা। চালক ও আরোহী ছিটকে পড়েন। তারা গুরুতর জখম হয়েছেন। সাতসকালে এই দুর্ঘটনার জেরে শোরগোল পড়ে যায় দিল্লির ওই অংশে। লাক্সারি কারে চেপে যাচ্ছিলেন তারা। নিয়ন্ত্রণ হারিয়ে সেটাই ধাক্কা দেয় অটোতে। ছিটকে পড়েন দুজনেই। স্থানীয়রা প্রথমে তাদের উদ্ধার করে। পরে হাসপাতালে ভর্তি করা হয়। অটো একেবারে দুমড়ে মুচড়ে যায়। আরও বিপদ হতে পারত বলে মনে করছেন অনেকেই। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।