ICC WC 2023: Ravi Shastri Warns Against Rushing Jasprit Bumrah Back To The National Team

নয়াদিল্লি: গত বছরের সেপ্টেম্বরে শেষবার ভারতীয় দলের (Team India) জার্সি গায়ে মাঠে নেমেছিলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তারপর থেকে চোটের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরেই রয়েছেন তিনি। কয়েক মাস আগে তাঁর অস্ত্রোপ্রচারও হয়েছে। অস্ত্রোপ্রচারের পর রিহ্যাবও চালাচ্ছেন বুমরা। খবর অনুযায়ী, আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে বুমরা জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটাতে পারেন। তবে আগেভাগেই সতর্কবার্তা দিয়ে রাখছেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)।

১৮ অগাস্ট থেকে ভারত ও আয়ারল্যান্ড সিরিজ শুরু হতে পারে। সেই সিরিজেই হয়ত বুমরাকে ফেরানোর ভাবনা চিন্তা রয়েছে বিসিসিআইয়ের। আগামী অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপের আগে এশিয়া কাপ রয়েছে। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে নামার আগে বুমরাকে টি-টোয়েন্টি ফর্ম্যাটে আগে একবার দেখে নিতে চাইছেন নির্বাচকরা। সেখান থেকে বুমরা কতটা ম্যাচ ফিট তার আন্দাজও পাওয়া যাবে। তবে তড়িঘড়ি বুমরাকে জাতীয় দলে ফেরালে হিতের বিপরীত হতে পারে বলেই আশঙ্কা শাস্ত্রীর।

বুমরার বিষয়ে কথা বলতে গিয়ে শাস্ত্রী বলেন, ‘ও (বুমরা) দলের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। তবে তড়িঘড়ি বিশ্বকাপের কথা মাথায় রেখে যদি ওকে ফেরানো হয়, তাহলে ওর মাঠের বাইরে থাকার মেয়াদ বাড়তে পারে, ঠিক যেমনটা শাহিন আফ্রিদির সঙ্গে হয়েছিল। সুতরাং, এখানে ভুল করার সুযোগটা খুব কম। তাই ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিতে হবে।’

বুমরার পাশাপাশি হার্দিক পাণ্ড্যের ফিটনেস নিয়েও নিজের মতামত প্রকাশ করেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পরাজয়ের পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো কিংবদন্তিরা হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) নিজের টেস্ট ভবিষ্যত নিয়ে ফের একবার বিবেচনা করার পরামর্শ দিয়েছিলেন। হার্দিক বছর পাঁচেক আগে শেষবার ভারতের হয়ে লাল বলের ক্রিকেট খেলেছিলেন। তবে শাস্ত্রীর মতে হার্দিক পাণ্ড্য আর কোনদিনই হয়তো লাল বলের ক্রিকেটে ফিরবেন না। কারণ তাঁর শরীর সায় দেবে না। তিনি বলেন, ‘সোজাসুজি বলতে গেলে ওর শরীর টেস্ট ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে পারবে না। বিশ্বকাপের পর আমার মনে হয় সীমিত ওভারের ক্রিকেটে ওকে নেতৃত্বের ভার দিয়ে দেওয়া উচিত। তবে বিশ্বকাপ পর্যন্ত রোহিতেরই অধিনায়ক থাকা উচিত, সেই নিয়ে কোনও প্রশ্ন থাকতে পারে না।’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা