Maldah: ঘর দেওয়ার নামে ৪০০ মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন প্রধান, ফেরতের দাবিতে পথ অবরোধ

আবাস যোজনা ঘর দেওয়ার নাম করে প্রায় ৪০০ মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন পঞ্চায়েত প্রধান। মেয়াদ ফুরালেও তাদের কেউই পাননি ঘর। এর পর টাকা ফেরতের দাবিতে পথ অবরোধে সামিল হলেন কয়েকশ’ মানুষ। বরিবার সকালে বুধিয়া বাস স্ট্যান্ড অবরোধ করে তারা। পুলিশ এসে বুঝিয়ে অবরোধ তোলে।

মালদহের ইংরেজ বাজার ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মজিবুর রহমান আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে এলাকার প্রায় ৩০০ থেকে ৪০০ পরিবারের কাছ থেকে নিয়েছিলেন বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, কারও কাছ থেকে ১০ হাজার, কারও কাছ থেকে ২০ – ২৫ হাজার টাকা নিয়েছেন প্রধান ও প্রধানের ছেলে। প্রায় আড়াই বছর আগে টাকা নিলেও এখনো বাড়ি পাননি কেউ। ওদিকে পঞ্চায়েতের মেয়াদ ফুরিয়ে গিয়েছে। টাকা ফেরতের দাবিতে প্রথমে প্রধানের বাড়ি ঘেরাও করেন তাঁরা। তার পরেও প্রধান টাকা ফেরত দিতে না চাওয়ায় পথ অবরোধ করেন তাঁরা। তাঁদের দাবি, অবিলম্বে টাকা ফেরত দিতে হবে বিদায়ী প্রধানকে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজ বাজার থানার পুলিশ। তাঁরা বিষয়টি নিয়ে বিডিও ও জেলাশাসকের কাছে অভিযোগ জানানোর পরামর্শ দেন। এর পর অবরোধ ওঠে। ব্যস্ত সময় শহরের ওই রাস্তায় অবরোধের জেরে যানজট তৈরি হয়।