Accident: বরযাত্রী বোঝাই বাসের সঙ্গে সরকারি বাসের ধাক্কা, ওড়িশায় মৃত ১১

দেবব্রত মোহান্তি

বরযাত্রী বোঝাই বাসের সঙ্গে ওড়িশা স্টেট রোড ট্রান্সপোর্টের বাসের ধাক্কা। মৃত্যু অন্তত ১১জনের। তার মধ্য়ে চারজন মহিলা ও দুজন নাবালক। রবিবার রাতে ওড়িশার গঞ্জাম জেলায় এই ভয়াবহ দুর্ঘটনা।

ব্রহ্মপুরের এসপি বিবেক সারবানা জানিয়েছেন, একটি মিনিবাসে চেপে বরযাত্রীর দল যাচ্ছিল। অন্যদিকে ওড়িশার সরকার বাস যাচছিল ভুবনেশ্বরের দিকে। খেমুন্ডি কলেজের কাছে দুটি বাসের মধ্য়ে সংঘর্ষ।

এসপি জানিয়েছেন, এখনও পর্যন্ত ১১জন যাত্রীর মৃত্যুর খবর মিলেছে। তার মধ্য়ে সাতজন বরযাত্রীর বাসে ছিলেন। সাতজনের হাসপাতালে চিকিৎসা চলছে। আহতদের সবরকম চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সরকারি বাসে যারা ছিল তারা সামান্য জখম হয়েছিলেন।

তবে ভাগ্যক্রমে মিনিবাসের চালক বেঁচে গিয়েছেন। তিনি জানিয়েছেন সরকারি বাসটি অত্যন্ত দ্রুতগতিতে আসছিল। সেই বাসটি এসে ধাক্কা দেয়।

এদিকে প্রধানমন্ত্রী নবীন পট্টনায়েক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে তিন লাখ টাকা করে সহায়তার ঘোষণা করেছেন। অন্যদিকে রাজ্য সরকার আহতদের জন্য ৩০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন।

এদিকে এই ভয়াবহ দুর্ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠছে। মনে করা হচ্ছে দুটি বাস অত্যন্ত দ্রুতগতিতে যাচ্ছিল। নিয়ন্ত্রণ রাখতে না পেলে ধাক্কা লাগে।