Belgharia: এক ঘরে বড় ভাইয়ের কঙ্কাল, পাশের ঘরে ছোট ভাইয়ের পচন ধরা দেহ

একই বাড়ি থেকে উদ্ধার হল একটি কঙ্কাল ও একটি পচন ধরা দেহ। রবিবার রাতে এই ঘটনায় কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। দেহ ২টি দুই ভাইয়ের। পুলিশের অনুমান, বড় ভাইয়ের মৃত্যুর পর তাঁর দেহ আগলে রেখেছিলেন ছোট ভাই। পরে তাঁরও মৃত্যু হয়।

পূর্ব বেলঘরিয়া সেকেন্ড লেনের বাসিন্দারা জানিয়েছেন, বীরেন্দ্রকুমার (৬৬) ও ধীরেন্দ্রকুমার দে (৬৩) নামে ২ ভাই বাড়িটিতে থাকতেন। কিন্তু বেশ কয়েকদিন ধরে বাড়ি থেকে কারও সাড়া শব্দ না পাওয়ায় সন্দেহ হয়। এর পর পুলিশে খবর দেন তাঁরা। রবিবার রাতে পুলিশ বাড়িতে ঢুকে দেখে, এক ঘরে পড়ে রয়েছে ধীরেন্দ্রকুমারের দেহ। অন্য ঘরে পড়ে রয়েছে একটি কঙ্কাল। পুলিশের অনুমান কঙ্কালটি ধীরেন্দ্রকুমারের দাদা বীরেন্দ্রকুমারের।

প্রতিবেশীরা জানাচ্ছেন, বীরেন্দ্রকুমার বিদ্যুৎ দফতরের কর্মী ছিলেন। তাঁদের এক ভাইয়ের আগেই মৃত্যু হয়েছে। তাঁদের এক বোন আছেন। তবে তিনি দাদাদের সঙ্গে যোগাযোগ রাখেন না।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, অন্তত ৫ মাস আগে বীরেন্দ্রবাবুর মৃত্যু হয়েছে। তার পর শবের সঙ্গেই বসবাস করছিলেন ভাই ধীরেন্দ্র। সম্প্রতি কোনও কারণে তাঁরও মৃত্যু হয়। দেহ ও কঙ্কাল উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে বেলঘরিয়া থানা। মৃতদের আত্মীয়দের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ।