Mamata Banerjee: খবর আছে ভোটের সময় বর্ডারে গিয়ে ভয় দেখাবে! কোচবিহারে বিএসএফকে নিশানা মমতার

কোচবিহারের চান্দামারির সভা থেকে বিএসএফকে নিশানা করলেন মমতা। তৃণমূল নেত্রীর দাবি, তাঁর কাছে খবর আছে পঞ্চায়েত ভোটে সীমান্ত এলাকায় ভয় দেখাতে পারে বাহিনী। এমন ঘটনা দেখলে অভিযোগ জানাতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আশ্বাস দিয়ে বলেন, স্বজনহারাদের পাশে আছে তৃণমূল। 

সভা থেকে তিনি বলেন, ‘গুলি করারটা যেন বিএসএফ-এর অধিকারের পর্যায়ে পড়ে গিয়েছে। কোচিবিহারে গুলি করে মেরেছে। শীতলকুচিতে ৪জনকে গুলি করে মরেছে। খবর আছে, পঞ্চায়েত ভোট সময় ভয় দেখাতে পারে। বলবে তুলে নেব, ইডি-সিবিআই-এর ভয় দেখাতে পারে ভয় পাবেন না। ভয় দেখালে আমাদের জানান।’  

তৃণমূল নেত্রী বলেন, ‘মনে রাখবেন আইন-শৃঙ্খলা রাজ্যের হাতে। তাই ওরা কিছু করতে পারবেন না।’ এ প্রসঙ্গে তিনি মনে করিয়ে দেন সম্প্রতি বিএসএফ তার কাজের এক্তিয়ার বাড়িয়েছে। আগে ১৫ কিলোমিটার পর্যন্ত সীমান্ত রক্ষী বাহিনীর এক্তিয়ার ছিল। তা বাড়িয়ে বর্ডারের পর ৫০ কিলোমিটার পর্যন্ত করা হয়েছে। 

এদিন মমতা মঞ্চে বিএসএফের গুলিতে নিহত ব্যক্তিদের পরিবারকে ডেকে নেন। তাঁদের সামনে রেখেই মমতা বলেন, ‘আজকে ওঁদের পরিবার আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে কাঁদছে। এর বদলা, আপনার একটা পঞ্চায়েতকে তৃণমূলকে তিনটে ভোটে দিতে হবে।  তার কারণ যাতে আপানাদের পরিবার কোনদিন খালি না হয়ে যায় এটা লক্ষ্য রাখতে হবে।’