পয়লা জুলাই মিশে যাচ্ছে HDFC ব্যাঙ্ক ও HDFC, গ্রাহকদের ওপর কী প্রভাব পড়বে

আগামী মাসেই হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন এবং HDFC ব্যাঙ্কের মধ্যে ৪০ বিলিয়ন মার্কিন ডলারের একীভূতকরণের প্রক্রিয়া শেষ হবে। এমনটাই জানালেন, হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান দীপক পারেখ। আগামী ১ জুলাই ২০২৩ থেকে এটি কার্যকর হবে। এই মার্জারের পর, SBI-এর পরেই সম্পদের ভারতের দ্বিতীয় বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হবে HDFC। আরও পড়ুন: Chanda Kochhar: ৫ কোটির ফ্ল্যাট ১১ লাখ টাকায় পেয়েছিলেন ICICI ব্যাঙ্কের তৎকালীন সিইও,দাবি করল CBI

HDFC-HDFC ব্যাঙ্ক মার্জার: FD বিনিয়োগকারীদের উপর প্রভাব

HDFC লিমিটেডে ফিক্সড ডিপোজিট (FD) থাকলে সেক্ষেত্রে প্রথমেই খোঁজ করে দেখা উচিত যে, তাঁদের এফডি স্বয়ংক্রিয়ভাবে রিনিউয়াল করা হয়েছে কিনা। একত্রিত সত্তার নাম হবে HDFC ব্যাঙ্ক। আর এই নয়া সত্তায় সম্ভবত হাউজিং ফাইন্যান্স কোম্পানির আমানতকারীদেরও টাকা তোলা বা আমানত রিনিউয়ালের অপশন দেবে।

HDFC ১২ মাস থেকে ১২০ মাসের ক্ষেত্রে 6.56% থেকে 7.21% পর্যন্ত সুদের হার দেবে। আগামী ২১ জুন থেকে এই সুদের হার কার্যকর হবে। HDFC ব্যাঙ্কে ৭ দিন থেকে ১০ বছরের মধ্যে মেয়াদের FD-তে 3% থেকে 7.25% সুদের হার পাবেন। এই সুদের হার ২৯ মে থেকে কার্যকর হবে।

‘HDFC লিমিটেডের আমানতকারীরা HDFC ব্যাঙ্ক এবং HDFC লিমিটেডের মার্জারে প্রভাবিত হবেন। আমানতকারীদেরকে টাকা তোলার বা সেই সময়ে প্রচলিত সুদের হারে আমানত পুনর্নবীকরণ করার অপশন দেওয়া হতে পারে,’ এমনটাই জানালেন মাইফান্ডবাজারের সিইও এবং প্রতিষ্ঠাতা বিনিত খান্ডারে।

‘আমার বিশ্বাস, গ্রাহকের দৃষ্টিকোণ থেকে এই একত্রীকরণের পর এখন তাঁরা আরও বেশি বেশি করে প্রোডাক্টের অপশন পাবেন। এইচডিএফসি ব্যাঙ্কের বিভিন্ন প্রোডাক্ট, যেমন ক্রেডিট কার্ড এবং সিএমএস সলিউশন, ব্যক্তিগত লোন, কার লোন, বিজনেস লোন ইত্যাদি এখন HDFC লিমিটেড গ্রাহকদের জন্যও উপলব্ধ হবে,’ জানালেন 35 নর্থ ভেঞ্চারসের প্রতিষ্ঠাতা মিলন শর্মা।

একীভূত হওয়ার পরে, গ্রাহকদের আমানত রিনিউয়াল আরও নিরাপদ হবে। আমানত বিমা এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (DICGC)-এর অধীনে সর্বাধিক ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা করা হবে। আরও পড়ুন: উত্তরবঙ্গে কপ্টার দুর্যোগে চোট মমতার, খুঁড়িয়ে ঢুকলেন SSKM-এ, নিলেন না হুইলচেয়ার

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup