Sujay Krishna Bhadra: প্রয়াত জেলবন্দি ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণের স্ত্রী

প্রয়াত নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রের স্ত্রী বাণী ভদ্র। মঙ্গলবার রাত ১টা নাগাদ তাঁর প্রয়াণ ঘটে। গ্রেফতারির পর থেকে সুজয়কৃষ্ণের সঙ্গে দেখা হয়নি তাঁর স্ত্রী। দীর্ঘদিন রোগভোগে কার্যত অচল ছিলেন তিনি।

নিয়োগ দুর্নীতির তদন্তে গত ৩০ মে কালীঘাটের কাকুকে গ্রেফতার করে ইডি। তার পর থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি ছিলেন তিনি। গ্রেফতারির আগে সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, তাঁর স্ত্রী দীর্ঘদিন অসুস্থ। স্ত্রীর দেখভালের ভার রয়েছে তাঁর ওপরেই। এমনকী গ্রেফতারির পর আদালতেও একথা জানান সুজয়কৃষ্ণের আইনজীবী। কিন্তু আদালত তাতে কর্ণপাত করেনি। তাঁর জামিনের আবেদন খারিজ করেন বিচারক।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে কুন্তল ঘোষের কাছ থেকে ৭০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে সুজয়কৃষ্ণের বিরুদ্ধে। সুজয়কৃষ্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের পদস্থ কর্মী। এমনকী বন্দ্যোপাধ্যায় পরিবারের নিয়ন্ত্রণাধীন সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও তিনি। এমনকী নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সংস্থায় তিনি মোটা টাকা বিনিয়োগ করেন বলে অভিযোগ। তাঁর নাম প্রথম শোনা যায় নিয়োগ দুর্নীতির অন্যতম দালাল গোপাল দলপতির মুখে। এর পর তাঁকে দফায় দফায় জেরা করে ইডি। অবশেষে তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার করে তাঁকে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সুজয়বাবুর স্ত্রী বাণীদেবীর।