পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে অবসর রাজ্যের মুখ্যসচিবের, নতুন কে আসীন হবেন?

হাতে আর ৯ দিন বাকি। তারপরই রাজ্যজুড়ে হবে পঞ্চায়েত নির্বাচন। কিন্তু ঠিক দু’দিন পরই অবসর নেবেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই অবসর হলে একটা দক্ষ অফিসারের অভাব বোধ করবে নবান্ন। তাই এই আবহে হরিকৃষ্ণ দ্বিবেদির এক্সটেনশন চেয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিংয়ে প্রায় একমাস আগে চিঠি পাঠিয়েছে রাজ্য সরকার। যার উত্তর আজ, বুধবারও আসেনি। তাই মুখ্যসচিব এক্সটেনশন পাবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

তবে প্রাক্তন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের এক্সটেনশনের ক্ষেত্রে চিঠি এসে পৌঁছেছিল ১০ দিন আগে। কিন্তু এবার তা এখনও ঘটেনি। ফলে হরিকৃষ্ণ দ্বিবেদির এক্সটেনশন নাও হতে পারে বলে মনে করছে নবান্ন। তবে আজ বা আগামীকাল যদি চিঠি এসে যায় সেক্ষেত্রে পরিস্থিতির পরিবর্তন হবে। কিন্তু এক্সটেনশনের চিঠি না এলে কী হবে?‌ এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজ্যে। যদিও এই নিয়ে একটি প্ল্যান–বি ভেবে রেখেছে নবান্ন। সুতরাং কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্তই নিক তাতে রাজ্যের কোনও সমস্যা হবে না।

প্ল্যান–বি ঠিক কী?‌ নবান্ন সূত্রে খবর, মুখ্যসচিব হিসাবে হরিকৃষ্ণ দ্বিবেদি যদি আর না এক্সটেনশন পান তাহলে রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হবেন বিপি গোপালিকা। তিনিও অত্যন্ত দক্ষ অফিসার। সেক্ষেত্রে স্বরাষ্ট্রসচিব করা হবে বিবেক কুমারকে। অর্থ সচিব মনোজ পন্থের নাম শোনা যাচ্ছে দ্বিতীয় বিকল্প হিসাবে। তখন অবসরপ্রাপ্ত হরিকৃষ্ণ দ্বিবেদি হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থ উপদেষ্টা। তখন মনোজ পন্থ হবেন স্বরাষ্ট্র সচিব। আর সেক্ষেত্রে অর্থ সচিব হবেন ল্যান্ড সেক্রেটারি স্মারকি মহাপাত্র। এটাই প্ল্যান–বি। আর যদি এক্সটেনশন মেলে তাহলে যেমন চলছিল তেমনই চলবে।

আরও পড়ুন:‌ ধনঞ্জয় চৌবে হত্যাকাণ্ডের কিনারা করল পুলিশ, পাঁচদিনেই গ্রেফতার মূল অভিযুক্ত

এখন পঞ্চায়েত নির্বাচন পড়ে যাওয়ায় মুখ্যসচিব হিসাবে হরিকৃষ্ণ দ্বিবেদিকে ছাড়তে নারাজ রাজ্য সরকার। যদিও হরিকৃষ্ণ দ্বিবেদিকে নিয়ে নানা অভিযোগ ও নালিশ রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তবে এসব নিয়ে ভাবিত নন হরিকৃষ্ণ। তিনি নিজের কাজ নিয়ে আজও ব্যস্ত। বরং এখন আরও বেশি কাজ করছেন যাতে এক্সটেনশন না পেলে বিশ্রাম নিতে পারেন। তবে যদি তিনি মুখ্যমন্ত্রীর অর্থ উপদেষ্টা হন তাহলে আবার কাজের মধ্যে ডুবে যেতে হবে। মুখ্যসচিব হিসাবে তিনি সফল হওয়ায় তাঁর এক্সটেনশন চান স্বয়ং মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর।