মার্ক জুকারবার্গকে ফাইটের চ্যালেঞ্জ ইলন মাস্কের! রাজি ফেসবুক প্রতিষ্ঠাতা

বিশ্বের অন্যতম ধনী দুই ব্যক্তি। সেই সঙ্গে বর্তমান যুগের প্রযুক্তি ক্ষেত্রের কিংবদন্তিও বটে। এমনই দুই ব্যক্তির মধ্যেই যদি কেজ ফাইট ম্যাচ হয়, তাহলে? না, কল্পনা নয়, বাস্তবেই এমনটা হতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন টেসলা-টুইটার কর্তা ইলন মাস্ক। অন্যদিকে এরই মাঝে মেটার মালিক মার্ক জুকারবার্গকে দেখা গেল জু-জুত্সুর প্যাঁচের প্র্যাকটিস করতে।

অনেকেই বলছেন, ইলন মাস্কের সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে মার্ক জুকারবার্গ। তবে ফেসবুক মালিক যে এই প্রথম জু-জুত্সু করছেন, এমনটা কিন্তু নয়। মাস খানেক আগেই মার্ক জুকারবার্গ তাঁর প্রথম জুজুত্সু ম্যাচে পদক জয়ের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। ফিটনেসের বিষয়ে তিনি বরাবরই সচেতন। এমনিতেও বিভিন্ন ওয়াটার স্পোর্ট নিয়েও আগ্রহী তিনি।

ইলন মাস্ক সম্প্রতি একটি মজার ভিডিয়ো শেয়ার করেন। তাতে আন্ডারগ্রাউন্ড MMA ম্যাচের একটি ভিডিয়োও রয়েছে। ভিডিয়োতে দুই ফাইটারকে দেখা যাচ্ছে। তাঁদের মুখের উপর এডিট করে ইলন মাস্ক আর মার্ক জুকারবার্গের কাট আউট বসানো হয়েছে। সম্পূর্ণ বিপরীত লড়াইয়ের স্টাইলে, পরস্পরের দিকে এগিয়ে যাচ্ছেন তাঁরা।

ইলন মাস্ক মার্ক জুকারবার্গকে উদ্দেশ্য করে চ্যালেঞ্জ জানান। আর তার সঙ্গে সঙ্গেই মেটা কর্তা সেটি গ্রহণ করে নেন। আর সেটি হতেই ইন্টারনেটে হইচই পড়ে যায়। বিশ্বের দুই ধনীতম ব্যক্তি যে এভাবে লড়াইয়ের ময়দানে নামবেন, তা কল্পনাও করতে পারছেন না অনেকে।

শুধু সাধারণ টুইটার ব্যবহারকারীরাই নন। এর পাশাপাশি বড় MMA ব্যক্তিত্বরাও টুইট করতে শুরু করেন। মার্ক জুকারবার্গ ইনস্টাগ্রামে ইলন মাস্কের টুইটের স্ক্রিনশট দিয়ে লেখেন ‘Send Me Location’। এর জবাবে ইলন মাস্ক বলেন, ‘ভেগাস অক্টাগন’। এই লোকেশনে সাধারণত UFC ম্যাচের আয়োজন করা হয়। বেশ কিছু জনপ্রিয়, বিখ্যাত ম্যাচ হয়েছে এই লোকেশনে।

মার্ক জুকারবার্গ তো আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু ইলন মাস্ক নিজেই যে চ্যালেঞ্জ দিলেন, তিনি এই লড়াইয়ের জন্য তৈরি তো? ইলন মাস্ক জানিয়েছেন, ‘আমি এখনও ট্রেনিং শুরু করিনি। যদি শেষ পর্যন্ত লড়াইটা হয়, তাহলে শুরু করে দেব।’ আরও পড়ুন: শিফ্টের টাইম শেষ, ৩৫০ যাত্রী ফেলে ককপিট ছেড়ে চলে গেলেন এয়ার ইন্ডিয়ার পাইলট

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup