Aadhaar and Pan Linking: আধার বা প্যান কার্ডে নাম, জন্মতারিখের অমিল; কীভাবে শুধরে নিয়ে লিঙ্ক করবেন? জানুন

নাম, জন্ম তারিখ বা লিঙ্গ সংক্রান্ত তথ্যের অমিলের কারণে আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করা নিয়ে সমস্যায় পড়ছেন। এমনই দাবি করেছেন অনেকে। সেই পরিস্থিতিতে ডেডলাইনের কয়েকদিন আগেই বড় স্বস্তি দিল কেন্দ্রীয় সরকার।বিষয়টি নিয়ে গত শনিবার (২৪ জুন) আয়কর দফতরের তরফে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।  

আরও পড়ুন: Free Aadhaar Card Update Deadline Extended: বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমা বাড়ল, কতদিন ফ্রি’তেই করতে পারবেন?

আয়কর দফতরের তরফে বলা হয়েছে, ‘প্যান কার্ড হোল্ডাররা গুরুত্ব সহকারে শুনুন, আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার সময় নাম, জন্ম তারিখ, লিঙ্গ সংক্রান্ত তথ্যের অমিল থাকার কারণে জন্য ডেমোগ্রাফিক মিসম্যাচ দেখাতে পারে। প্যান এবং আধার কার্ডের লিঙ্ক প্রক্রিয়া করার জন্য বায়োমেট্রিক-ভিত্তিক যাচাই প্রক্রিয়ার সুযোগ পাওয়া যায়। এক্ষেত্রে প্যান পরিষেবা প্রদানকারীরা নির্দিষ্ট কেন্দ্রগুলিতে পাওয়া যাবে।’ সেইসঙ্গে পরিষেবা প্রদানকারীদের ওয়েবসাইটেও নজর রাখতে বলেছে আয়কর বিভাগ। 

আরও পড়ুন: Google Pay-তে এবার Aadhaar দিয়েই UPI খোলা যাবে! লাগবে না ডেবিট কার্ড

কী কী করতে হবে উপভোক্তাদের?

আধার এবং প্যান কার্ড নিয়ে প্যান পরিষেবা প্রদানকারীরা নির্দিষ্ট কেন্দ্রগুলিতে যেতে হবে। সেখানে ৫০ টাকা চার্জ দিতে হবে। সেই অমিল সংশোধনের পর দ্রুত আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করতে হবে উপভোক্তাদের। কারণ ৩০ জুন হচ্ছে শেষ তারিখ। 

সেদিনের মধ্যে আধার কার্ড এবং প্যান কার্ডের সংযুক্তিকরণ না করলে আগামী ১ জুলাই থেকে সংশ্লিষ্ট ব্যক্তির প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। সেইসঙ্গে আরও একাধিক সমস্যার মুখে পড়তে হবে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সেক্ষেত্রে কোনওরকম রিফান্ড মিলবে না। যতদিন প্যান কার্ড কাজ করবে না, ততদিন ওরকম রিফান্ডের উপর কোনওরকম সুদ প্রদান করা হবে। আয়কর আইন মোতাবেক উচ্চহারে টিডিএস এবং টিসিএস কাটা হবে।

প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পর কীভাবে ফের চালু করতে হবে?

আয়কর দফতরের তরফে জানানো হয়েছে, প্যান কার্ড সক্রিয় করতে গেলে ১,০০০ টাকা জরিমানা দিতে হবে। তারপর আধার কার্ডের সঙ্গে সংযুক্তিকরণের পর প্যান কার্ড ফের সক্রিয় হবে বলে জানানো হয়েছে।