FIR against Amit Malviya: রাহুল গান্ধীকে নিয়ে বিতর্কিত টুইটের জের, অমিত মালব্যর নামে FIR বেঙ্গালুরুতে

সম্প্রতি রাহুল গান্ধীকে নিয়ে একটি বিতর্কিত ভিডিয়ো পোস্ট করেছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এই আবহে এবার তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হল বেঙ্গালুরুতে। কর্ণাটকের প্রাক্তন বিধায়ক রমেশ বাবু ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ১২০বি, ৫০৫(২), ৩৪ ধারায় অভিযোগ দায়ের করেছেন অমিত মালব্যর বিরুদ্ধে। বেঙ্গালুরুর হাই গ্রাউন্ড পুলিশ স্টেশনে এই অভিযোগ দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি রাহুলের মার্কিন সফর নিয়ে বিদ্রুপমূলক একটি টুইট করেছিলেন অমিত মালব্য। কার্টুনের মাধ্যমে সেখানে দেখানো হয়েছিল যে বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে কাজ করছেন রাহুল গান্ধী। মোদীর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে মিথ্যাচার ছড়াচ্ছেন রাহুল। দেশকে ভাঙার পরিকল্পনা করছেন রাগা। এবং ভারতের বিরুদ্ধে বিদেশি মিডিয়াতে ভুল ধারণা তৈরি করছেন। ভিডিয়োতে দাবি করা হয়েছিল, বিদেশি ভারত বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়ে রাহুল গান্ধী একটা ‘মহরা’র মতো কাজ করছেন খালি।

এদিকে এই এফআইআর প্রসঙ্গে মুখ খুলেছেন কর্ণাটকের মন্ত্রী তথা কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়ঙ্ক খাড়গে। তিনি বলেন, ‘আইনি পরামর্শ নেওয়ার পরই এই মামলা রুজু করা হয়েছে। আইনের মুখোমুখি হতে বললেই বিজেপি কান্নাকাটি শুরু করে দেয়। তবে এই এফআইআর-এর কোনও অভিযোগটা মিথ্যা? বিজেপি কি সেটা বলতে পারবে? যদি তাদের মনে হয় যে এই মামলা ভুল ভাবে রুজু করা হয়েছে, তাহলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা এর মোকাবিলা করুক।’

এদিকে বেঙ্গালুরু দক্ষিণের সাংসদ তথা বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য এই বিষয়ে একটি টুইট বার্তায় লেখেন, ‘অমিত মালব্যর বিরুদ্ধে দায়ের করা অভিযোগটি পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মামলাটি ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ এবং ৫০৫(২) ধারায় করা হয়েছে। এই ধারাগুলিতো দুই গোষ্ঠীর মধ্যে শত্রুতার প্রেক্ষিতে ব্যবহার করা হয়। আর অমিত মালব্যর বিরুদ্ধে অভিযোগ, তিনি রাহুল গান্ধীর বিরুদ্ধে কথা বলেছেন। তাহলে রাহুল গান্ধী কী? একজন ব্যক্তি, নাকি একজন গোষ্ঠী। আমরা আদালতে এর বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাব এবং বিচার নিশ্চিত করব।’